TRENDING:

US Man in North Sentinel Island: লুকিয়ে আন্দামানের নিষিদ্ধ দ্বীপে মার্কিন যুবক, নৌকা নিয়ে দুঃসাহসিক যাত্রা! শেষ পর্যন্ত কী হল পরিণতি?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পোর্ট ব্লেয়ার: আদিবাসী জনজাতির জন্য সংরক্ষিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপ৷ লুকিয়ে সেই দ্বীপে প্রবেশ করার অভিযোগে গ্রেফতার করা হল এক মার্কিন নাগরিককে৷
ফাইল ছবি৷
ফাইল ছবি৷
advertisement

২৪ বছর বয়সি ওই মার্কিন যুবকের নাম মিখাইলো ভিখটোরোভিচ পলিয়াকোভ৷ গত ৩১ মার্চ তাঁকে গ্রেফতার করে সিআইডি৷ অভিযোগ, কোনওরকম সরকারি অনুমতি ছাড়াই তিনি উত্তর সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেন৷

আরও পড়ুন: বন্ধু মোদির ভারতের জন্য ২৬ শতাংশ, চিন সহ বাকি দেশগুলির উপরে কত শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প?

জানা গিয়েছে, গত ২৯ মার্চ কুরমা ডেরা বিচ থেকে রাত একটা নাগাদ একটি নৌকা নিয়ে সেন্টিনেল দ্বীপের দিকে রওনা দেন ওই মার্কিন নাগরিক৷ সেখানকার বাসিন্দাদের জন্য নৌকায় নারকেল এবং ঠান্ডা পানীয়ও নিয়েছিলেন ওই বিদেশি৷

advertisement

পুলিশ জানিয়েছে, পরের দিন সকাল দশটা নাগাদ উত্তর সেন্টিনেল দ্বীপের উত্তরপূর্ব সমুদ্র সৈকতে পৌঁছন ওই মার্কিন নাগরিক৷ বাইনোকুলার দিয়ে গোটা এলাকা পর্যবেক্ষণ করলেও সেখানকার কোনও বাসিন্দার দেখা পাননি তিনি৷ মিনিট পাঁচেক ওই দ্বীপে তিনি ছিলেন৷ এর পর নিজের সঙ্গে থাকা নারকেল এবং ঠান্ড পানীয় ওই সমুদ্র সৈকতে রেখে সেখান থেকে কিছুটা বালি নিয়ে ফের নিজের নৌকায় ফিরে আসেন ওই যুবক৷ বেলা একটা নাগাদ ফের ফিরতি পথে যাত্রা শুরু করে সন্ধে সাতটা নাগাদ কুরমা ডেরা বিচে পৌঁছন তিনি৷ তখনই স্থানীয় মৎস্যজীবীদের নজরে পড়ে যান ওই মার্কিন যুবক৷

advertisement

আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি এইচ এস ধালিওয়াল সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, কী উদ্দেশ্য নিয়ে ওই মার্কিন যুবক আদিবাসীদের জন্য সংরক্ষিত উত্তর সেন্টিনেল দ্বীপে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে৷ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে তিনি আর কোথায় কোথায় গিয়েছেন, তারও খোঁজ করছে পুলিশ৷ পোর্ট ব্লেয়ারের যে হোটেলে তিনি ছিলেন সেখানকার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

advertisement

জানা গিয়েছে, ওই যুবকের কাছ থেকে হাওয়া ভরে ফুলনো যায় এমন একটি ছোট নৌকা এবং নৌকাতে লাগানোর মোটর বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ স্থানীয় একটি ওয়ার্কশপ থেকে নিজের নৌকায় ওই মোটর ফিট করান ওই যুবক৷ পুলিশ জানিয়েছে, অত্যন্ত নিখুঁত ভাবে নিজের উত্তর সেন্টিনেল দ্বীপে যাত্রার পরিকল্পনা করেছিলেন ওই যুবক৷ সমুদ্রের পরিস্থিতি কেমন থাকে, কখন জোয়ার ভাটা আসে এবং কুরমা ডেরা বিচ থেকে কোন পথে উত্তর সেন্টিনেল দ্বীপে পৌঁছনো যায়, এসব নিয়েই রীতিমতো পড়াশোনা করেছিলেন ওই যুবক৷ গোটা যাত্রাপথে জিপিএস নেভিগেশনের সাহায্য নেন তিনি৷ তাঁর কাছ থেকে একটি গো প্রো ক্যামেরা বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ সেই ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওতেই তাঁর উত্তর সেন্টিনেল দ্বীপে পৌঁছনোর প্রমাণ মিলেছে৷

advertisement

মার্কিন নাগরিক হলেও ওই যুবক ইউক্রেনিয়ান বংশোদ্ভূত৷ তাঁর বাবা ইউক্রেনের নাগরিক৷ বর্তমানে ওই যুবক পুলিশি হেফাজতে রয়েছেন৷ পুলিশ জানিয়েছে, গত অক্টোবর মাসেও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এসে একটি কায়াক নৌকা নিয়ে উত্তর সেন্টিনেল দ্বীপে যাওয়ার চেষ্টা করেন ওই যুবক৷ তখন হোটেল কর্মীরা তাঁকে বিরত করেছিলেন৷ এর পর গত জানুয়ারি মাসে ফের একবার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আসেন ওই যুবক৷ সেবারে বারতাং দ্বীপে গিয়ে বেআইনি ভাবে জারওয়া জনজাতির ভিডিও রেকর্ড করেন৷

ওই যুবকের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট (১৯৪৬) ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংরক্ষণের জন্য নির্দিষ্ট আইনে মামলা করা হয়েছে৷ তাঁর গ্রেফতারির বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও জানানো হয়েছে৷ মার্কিন দূতাবাসকেও অবহিত করা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

উত্তর সেন্টিনেল দ্বীপে যে সেন্টিনেলিজ জনজাতির মানুষ থাকে, তাঁরা অতীতে বহিরাগতদের উপরে আক্রমণ করে প্রাণেও মেরে ফেলেছে৷ ২০১৮ সালে জন ছাউ নামে এক মার্কিন কূটনীতিকও সেন্টিনেলিজদের হাতে প্রাণ হারিয়েছিলেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
US Man in North Sentinel Island: লুকিয়ে আন্দামানের নিষিদ্ধ দ্বীপে মার্কিন যুবক, নৌকা নিয়ে দুঃসাহসিক যাত্রা! শেষ পর্যন্ত কী হল পরিণতি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল