Donald Trump Tariff List: বন্ধু মোদির ভারতের জন্য ২৬ শতাংশ, চিন সহ বাকি দেশগুলির উপরে কত শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প?

Last Updated:

ট্রাম্পের কথায়. নরেন্দ্র মোদি তাঁর খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং ভারতীয় পণ্যেপ উপরে বছরের পর বছর কোনও শুল্ক চাপায়নি আমেরিকা৷

News18
News18
হুঁশিয়ারি দিয়েই রেখেছিলেন, বুধবার কোন দেশের পণ্যের উপরে আমেরিকা কত শতাংশ হারে শুল্ক চাপাবে সেই ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই তালিকায় রয়েছে ভারতও৷ বৃহস্পতিবার বিভিন্ন দেশের পণ্যের জন্য নির্ধারিত শুল্কের হার ঘোষণা করার সময়ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের বন্ধু বলেই সম্বোধন করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ তার পরেও ভারতীয় পণ্যের উপরে ২৬ শতাংশ হারে শুল্ক ঘোষণা করেছেন তিনি৷ তবে ট্রাম্পের কথায়, মোদির সঙ্গে বন্ধুত্বের খাতিরেই ভারতক কিছুটা ছাড় দিয়েছেন তিনি৷
ট্রাম্প যে ঘোষণা করেছেন, তাতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের পণ্যের উপরে ১০ শতাংশ থেকে শুরু করে ৪৯ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা৷ চিনে তৈরি পণ্যের উপরে ৩৪ শতাংশ শুল্ক চাপানো হয়েছে, তাইওয়ানের ক্ষেত্রে ৩২ শতাংশ, জাপানের জন্য ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যের উপরে ২৫ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে৷
advertisement
ট্রাম্পের কথায়. নরেন্দ্র মোদি তাঁর খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং ভারতীয় পণ্যেপ উপরে বছরের পর বছর কোনও শুল্ক চাপায়নি আমেরিকা৷ ট্রাম্প বলেন, আমি একটি ঐতিহাসিক নির্দেশনামায় সই করে পাল্টা শুল্ক চাপানো শুরু করছি৷ আমাদের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশগুলি যা করে, এবার থেকে আমরাও তাই করব৷ ট্রাম্প অবশ্য দাবি করেছেন, তিনি দয়ালু বলেই এই সমস্ত দেশ মার্কিন পণ্য আমদানি করার ক্ষেত্রে যা শুল্ক চাপায়, তিনি তার অর্ধেক শুল্ক আদায় করছেন৷
advertisement
advertisement
মার্কিন রাষ্ট্রপতি ক্ষোভের সঙ্গেই বলেন, আমেরিকা যেখানে বিদেশে তৈরি মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে মাত্র ২.৪ শতাংশ হারে শুল্ক আদায় করে, সেখানে আমেরিকায় তৈরি মোটরসাইকেল আমদানি করার ক্ষেত্রে ভারত এবং ভিয়েতনামের মতো দেশগুলি যথাক্রমে ৭০ এবং ৭৫ শতাংশ শুল্ক চাপায়৷ ট্রাম্প ঘোষণা করেছেন, এবার থেকে বিদেশে তৈরি যে কোনও গাড়ি আমেরিকায় রফতানি করতে গেলে ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে সংশ্লিষ্ট দেশগুলিকে৷ ট্রাম্প বলেন, ‘শুল্ক আদায়ের ক্ষেত্রে এই ভয়ঙ্কর বৈষম্য আমাদের শিল্প ভিত্তিকে ধ্বংস করে দিয়েছে, জাতীয় নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে৷ এর জন্য আমি বিশ্বের অন্যান্য দেশগুলিকে দোষ দিচ্ছি না, বরং আমাদের প্রাক্তন প্রেসিডেন্টরাই নিজেদের কাজটা ঠিক মতো করেননি৷’
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের কোন দেশের উপরে কত শতাংশ হারে শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প-
ভারত- ২৬ শতাংশ
চিন- ৩৪ শতাংশ
বাংলাদেশ- ৩৭ শতাংশ
পাকিস্তান- ২৯ শতাংশ
শ্রীলঙ্কা- ৪৪ শতাংশ
মায়ানমার- ৪৪ শতাংশ
থাইল্যান্ড- ৩৬ শতাংশ
সুইৎজারল্যান্ড- ৩১ শতাংশ
যুক্তরাজ্য (ইউকে)- ১০ শতাংশ
লেসোথো- ৫০ শতাংশ
মরিশাস- ৪০ শতাংশ
advertisement
মাদাগাস্কার- ৪৭ শতাংশ
ফিজি- ৩২ শতাংশ
ভিয়েতনাম- ৪৬ শতাংশ
লিচটেনস্টিন- ৩৭ শতাংশ
গুয়েনা- ৩৮ শতাংশ
আলেজেরিয়া- ৩০ শতাংশ
ইজরায়েল- ১৭ শতাংশ
ওমান- ১০ শতাংশ
উরুগুয়ে- ১০ শতাংশ
নামিবিয়া- ২১ শতাংস
কাতার- ১০ শতাংশ
বাহামাস- ১০ শতাংশ
সৌদি আরব- ১০ শতাংশ
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump Tariff List: বন্ধু মোদির ভারতের জন্য ২৬ শতাংশ, চিন সহ বাকি দেশগুলির উপরে কত শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement