TRENDING:

সাবধান ! টাকাই ছড়াচ্ছে মারণ রোগ, চিঠি-তথ্য সহকারে অর্থমন্ত্রীকে রিপোর্ট পেশ

Last Updated:

এই দূষিত নোট থেকে একাধিক মারণ হতে পারে যেমন শ্বাসজনিত সমস্যা, মূত্র সংক্রমণ, ত্বকের সমস্যা, সেপ্টিসিমিয়া, অজানা জ্বর, টক্সিক শোক সিন্ড্রোম, গ্যাসট্রোএন্ট্রোলজি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিভিন্ন ব্যাপারি সংগঠনের পক্ষ থেকে রবিবার অর্থমন্ত্রী অরুণ জেটলিকে জানানো হয়েছে এক ভয়ঙ্কর আশঙ্কার কথা ৷ আশঙ্কা এই যে টাকায় এমন কিছু ক্ষতিকারক জীবণু বহন করছে যা শরীর স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ৷ সেই সংঘটনের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে এমন সব জীবাণু বহন করছে টাকা যা প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে ৷ প্রাণনাশকারী জীবাণুর হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতেই আর্জি জানিয়েছেন তাঁরা ৷
advertisement

আরও পড়ুন   নিরামিষ বিরিয়ানিতে শুঁয়োপোকা ! অভিযুক্ত সংস্থাকে আর্থিক জরিমানা

এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা ও বিজ্ঞান বিষয়কমন্ত্রী হর্ষবর্ধনকেও একটি চিঠিতে জানানো হয়েছে সমস্যার গুরুত্ব দেখে ৷ সিএআইটি বেশ কিছু গবেষণা ও মিডিয়া রিপোর্টের তথ্য দিয়ে অনুরোধ করেছেন এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ৷

advertisement

ব্যাপারি সংগঠন আলাদা আলাদা করে এই দূষিত নোটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন ৷ এই দূষিত নোট থেকে একাধিক মারণ হতে পারে যেমন শ্বাসজনিত সমস্যা, মূত্র সংক্রমণ, ত্বকের সমস্যা, সেপ্টিসিমিয়া, অজানা জ্বর, টক্সিক শোক সিন্ড্রোম, গ্যাসট্রোএন্ট্রোলজি ৷

আরও পড়ুন  মাঝ আকাশে আচমকাই বিকল বিমানের একটি ইঞ্জিন, তারপর ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওই সংগঠনের দাবি টাকার থেকে এই ভয়ঙ্কর জীবাণু ছড়াচ্ছে যা অত্যন্ত চিন্তার বিষয় একনই যদি প্রতিরোধকমূলক ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে তবে ভবিষ্যতে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হবে ৷ এর জন্য বিভিন্ন মেডিক্যাল কাউন্সিলিং দরকার ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সাবধান ! টাকাই ছড়াচ্ছে মারণ রোগ, চিঠি-তথ্য সহকারে অর্থমন্ত্রীকে রিপোর্ট পেশ