আরও পড়ুন নিরামিষ বিরিয়ানিতে শুঁয়োপোকা ! অভিযুক্ত সংস্থাকে আর্থিক জরিমানা
এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা ও বিজ্ঞান বিষয়কমন্ত্রী হর্ষবর্ধনকেও একটি চিঠিতে জানানো হয়েছে সমস্যার গুরুত্ব দেখে ৷ সিএআইটি বেশ কিছু গবেষণা ও মিডিয়া রিপোর্টের তথ্য দিয়ে অনুরোধ করেছেন এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ৷
advertisement
ব্যাপারি সংগঠন আলাদা আলাদা করে এই দূষিত নোটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন ৷ এই দূষিত নোট থেকে একাধিক মারণ হতে পারে যেমন শ্বাসজনিত সমস্যা, মূত্র সংক্রমণ, ত্বকের সমস্যা, সেপ্টিসিমিয়া, অজানা জ্বর, টক্সিক শোক সিন্ড্রোম, গ্যাসট্রোএন্ট্রোলজি ৷
আরও পড়ুন মাঝ আকাশে আচমকাই বিকল বিমানের একটি ইঞ্জিন, তারপর ?
ওই সংগঠনের দাবি টাকার থেকে এই ভয়ঙ্কর জীবাণু ছড়াচ্ছে যা অত্যন্ত চিন্তার বিষয় একনই যদি প্রতিরোধকমূলক ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে তবে ভবিষ্যতে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হবে ৷ এর জন্য বিভিন্ন মেডিক্যাল কাউন্সিলিং দরকার ৷