TRENDING:

মোদি বায়োপিকের যোগ্য, নন ওপর কমেডি ছবি বানানো হোক, তোপ ঊর্মিলার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নরেন্দ্র মোদী কোনও কাজই করেননি৷ বায়োপিকের যোগন্যই নন উনি৷ দেশের প্রধানমন্ত্রীকে এভাবেই কড়া ভাষায় কটাক্ষ করলেন অভিনেত্রী-রাজনীতিক ঊর্মিলা মাতন্ডকর৷
advertisement

বৃহস্পতিবার মুম্বই নর্থ কেন্দ্রের তারকা কংগ্রেস প্রার্থী বলেন, মোদির বায়োপিক হাস্যকর৷ প্রধানমন্ত্রী হিসেবে উনি দাবি করেন নিজের ছাতি ৫৬ ইঞ্চি৷ কিন্তু কোনও কাজই করতে পারেননি দেশের জন্য৷ গত ৫ বছরে একবারও সাংবাদিক সম্মেলনে দেখা যায়নি ওকে৷ ওর জীবন নিয়ে তৈরি ছবি দেশের গণতন্ত্র, দারিদ্র ও বৈচিত্রের প্রতি প্রহসন৷ বরং ওর ওপর কমেডি ছবি বানানো হোক৷

advertisement

অন্যদিকে প্রধানমন্ত্রীর বায়োপিকে অভিনয় করা মোদিভক্ত অভিনেতা বিবেক ওবেরয় কিছুদিন আগে এই ভাবেই আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে৷ বিবেক বলেছিলেন, রাহুল গান্ধির ওপর বায়োপিক কেন বানাবো? দেশের জন্য কী করেছেন উনি? পুরো ফিল্মের শুটিংই তাহলে তাইল্যান্ডে করতে হতো৷ আপাতত নির্বাচন কমিশনের নির্দেশে ভোট চলাকালীন স্থগিত রাখা হয়েছে মোদির বায়োপিকের মুক্তি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মুম্বই নর্থ কেন্দ্র থেকে বিজেপি সাংসদ গোপাল শেট্টির বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে লড়ছেন ঊর্মিলা৷

বাংলা খবর/ খবর/দেশ/
মোদি বায়োপিকের যোগ্য, নন ওপর কমেডি ছবি বানানো হোক, তোপ ঊর্মিলার