DGMO লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জানিয়েছেন, ‘উরিতে জঙ্গি হানায় পাক মদতপুষ্ট জইশ-এ-মহম্মদের হাত রয়েছে ৷ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে ৷ ’ তিনি বলেছেন, জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বেশ কিছু জিনিসপত্রে পাকিস্তানের ছাপ মিলেছে। ইতিমধ্যেই পাকিস্তানের DGMO- কে এই বিষয়ে জানানো হয়েছে ৷
জানা গিয়েছে, ১৭ জন শহীদ জওয়ানদের মধ্যে ১৪ জন সেই সময় টেন্টে ঘুমোচ্ছিলেন ৷ জঙ্গিরা টেন্ট লক্ষ্য করে গ্রেনেড ছোড়াতে তাদের মৃত্যু হয় ৷ সেনাছাউনিতে আগুন লেগে যাওয়াই তাদের মৃত্যু হয়েছে ৷ উরি জম্মু কাশ্মীরের সীমান্ত রেখার কাছে অবস্থিত ৷
advertisement
নরেন্দ্র মোদি ট্যুইট করে লেখেন, ‘উরি হামলার তীব্র নিন্দা করছি ৷ আমি গোটা দেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই হামলার পিছনে যারা রয়েছে তারা শাস্তি পাবেই !’
প্রধানমন্ত্রী এই হামলার জন্য কারা দায়ী সে বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও রাজনাথ সিং আঙুল তুলেছেন পাকিস্তানের দিকে ৷
জঙ্গি হামলার পর থেকেই উরি শহরে সেনাবাহিনীর তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা শহর। কড়া নজরদারি চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও। এলাকায় চলছে চিরুনি তল্লাশি। জঙ্গিরা রাতের অন্ধকারে সীমান্ত টপকে শহরে ঢুকেছে বলে মনে করা হচ্ছে।