আরও পড়ুন - আসানসোলে সেই অগ্নিমিত্রা, আর বালিগঞ্জে কেয়া! প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির
উত্তর প্রদেশে নাকি পরপর দু’বার নির্বাচনে জেতা যায় না ৷ সেই ‘মিথ’ এবার ভেঙে দিয়েছেন আদিত্যনাথ ৷ লখনউয়ের মসনদে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন৷ ৩৭ বছর বাদে উত্তর প্রদেশের কুর্সিতে কোনও একজন মুখ্যমন্ত্রীর পরপর দু’বার দায়িত্ব৷
advertisement
২০১৭ সালে যখন যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অপ্রত্যাশিত ভাবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিল, তখন অনেকেই অবাক হয়েছিলেন ৷ পাঁচ বছরের শাসনকালে প্রশাসক হিসেবে অনেক বিতর্কে জড়িয়েছেন ৷ কিন্তু ২০২২-এ উত্তর প্রদেশের (Uttar Pradesh Election Results) রায় বুঝিয়ে দিল, যোগী আদিত্যনাথ ভারতীয় রাজনীতিতে হারিয়ে যাওয়ার জন্য নয়, থাকার জন্যই এসেছেন ৷ জয় নিশ্চিত হওয়ার পর প্রায় ১৭ মিনিটের বক্তৃতায় যোগীর মুখে মোদি নামই শোনা গিয়েছে ৷ শনিবারেও তাঁর কথায় সেই প্রধানমন্ত্রীরই নাম।
যোগীর কথায় তিনি কেবল মানুষের জীবন ও জীবিকা বাঁচিয়েছেন। তাই এই সাফল্য়। দেশবাসী উন্নয়নকে বেছে নিয়েছেন।