TRENDING:

Relationship news: বৌ থাকতেও ভাইঝির সঙ্গে প্রেম! কিন্তু কাকাকে ছেড়ে অন্য পুরুষকে বিয়ে করতে চান তরুণী, পেতে হল 'সাজা'

Last Updated:

Extramarital affair: উত্তরপ্রদেশে ঘটল ভয়ঙ্কর ঘটনা। পরকীয়ার জেরে নির্মম পরিণতি হল সম্পর্কের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: উত্তরপ্রদেশে ঘটল ভয়ঙ্কর ঘটনা। পরকীয়ার জেরে নির্মম পরিণতি হল সম্পর্কের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদৌ জেলায়। নিজের ২২ বছরের ভাইঝির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ফেলেন নিজের বিবাহিত কাকা।
সম্পর্কের নির্মম পরিণতি।
সম্পর্কের নির্মম পরিণতি।
advertisement

আরও পড়ুন: ‘নবান্ন চলো’ অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের, কী জানাল ডিভিশন বেঞ্চ?

সম্পর্কের যে এমন নির্মম পরিণতি হবে তা ভাবতে পারেননি তরুণী নিজেও। কাকার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্ক চালিয়ে যেতে পারবেন না সম্ভবত বুঝতে পেরেছিলেন তরুণী। কিন্তু যখনই কাকাকে জানান যে তিনি এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে অন্য কাউকে বিয়ে করতে চান, তখন নির্মম পরিণতি হল সেই তরুণীর। অভিযোগ কাকার হাতে খুন হতে হয়েছে তরুণীকে। এই অভিযোগে কাকা মণিকান্ত দ্বিবেদীকে গ্রেফতারও করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

advertisement

আরও পড়ুন: বিয়ে করলে শুধু কাকুকেই করব’! কাকুর গলায় মালা দিয়ে কী বললেন নিজের ভাইঝি?

পুলিশ সূত্রে খবর, ভাইঝিকে খুন করে দেহ একটি নির্মিয়মাণ বাড়িতে লুকিয়ে রেখেছিলেন অভিযুক্ত কাকা। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের জন্য তরুণীর মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়।

আরও পড়ুন: কেন দেরি হচ্ছে আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করাতে? কারণ জানলে বিস্মিত হবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানা গিয়েছে, রাখিবন্ধন উপলক্ষে কাকার বাড়িতে গিয়েছিলেন মৃত তরুণী, কিন্তু আর বাড়ি ফেরেননি। তার পরেই সন্দেহ হয় তরুণীর বাবার। তিনি সেই মতো পুলিশে মণিকান্তের বিরুদ্ধে অভিযোগ জানান। মণিকান্তকে জিজ্ঞাসাবাদ করার সময়ই সে স্বীকার করে পুরো ঘটনা। শুধু তাই নয়, সে আরও স্বীকার করে দু’বছর ধরে প্রেম ছিল তার ভাইঝির সঙ্গে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Relationship news: বৌ থাকতেও ভাইঝির সঙ্গে প্রেম! কিন্তু কাকাকে ছেড়ে অন্য পুরুষকে বিয়ে করতে চান তরুণী, পেতে হল 'সাজা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল