উত্তরপ্রদেশ ইলেকশন ওয়াচ এবং ADR ৬৭৬ জন প্রার্থীর মধ্যে ৬৭০ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছে, যারা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh assembly election 2022) ষষ্ঠ দফায় ৫৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করা যায়নি প্রযুক্তিগত কারণে।
আরও পড়ুন- "বাড়িতে বলেছি ভালো আছি, আসলে নেই," নিরাপদ আশ্রয়ের অভাবে ইউক্রেনের ভারতীয় পড়ুয়ারা
advertisement
৫৭ টি নির্বাচনী এলাকার মধ্যে মোট ৩৭ টিই (৬৫%) হল রেড অ্যালার্ট নির্বাচনী ক্ষেত্র যেখানে তিন বা তার বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীই নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় (Uttar Pradesh Assembly Elections Phase VI) মোট ৬৫ (১০%) জন মহিলা প্রার্থী রয়েছেন।
“৬৭০ জন প্রার্থীর মধ্যে ১৮২ (২৭%) প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন, ১৫১ (২৩%) জন নিজেদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলার কথা উল্লেখ করেছেন,” প্রতিবেদনে বলা হয়েছে।
প্রধান দলগুলির মধ্যে, SP-এর ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪০ (৮৩%) জন, বিজেপির ৫২ জন প্রার্থীর মধ্যে ২৩ (৪৪%) জন, কংগ্রেসের ৫৬ জন প্রার্থীর মধ্যে ২২ (৩৯%) জন, BSP-র ৫৭ জনের মধ্যে ২২ (৩৯%) এবং AAP-এর ৫১ জন প্রার্থীর মধ্যে সাতজন (১৪%) নিজেদের হলফনামায় নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা ঘোষণা করেছেন।
“আটজন প্রার্থী মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলার কথা ঘোষণা করেছেন। আটজন প্রার্থীর মধ্যে দু’জনের বিরুদ্ধে আবার রয়েছে ধর্ষণের মামলাও (আইপিসি ধারা- ২৭৬),” বলা হয়েছে ওই প্রতিবেদনে।
আরও পড়ুন- "ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা যেখানে আছেন সেখানেই শান্ত থাকুন": রাশিয়া
মোট আটজন প্রার্থী নিজেদের বিরুদ্ধে খুনের (আইপিসি ধারা-৩০২) মামলার কথা উল্লেখ করেছেন এবং ২৩ জন প্রার্থী খুনের চেষ্টা (আইপিসি ধারা-৩০৭) সংক্রান্ত মামলার কথা জানিয়েছেন।
৬৭০ জন প্রার্থীর মধ্যে ২৫৩ জনই (৩৮%) কোটিপতি। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২-এর ষষ্ঠ দফায় (Uttar Pradesh Assembly Elections Phase VI) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ২.১০ কোটি টাকা৷
“সমস্ত বড় রাজনৈতিক দল ধনী প্রার্থীদের টিকিট দেয়, এটা থেকেই আমাদের নির্বাচনে টাকার ভূমিকা সাফ বোঝা যায় । প্রধান দলগুলির মধ্যে সপা’র ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪৫ জন (৯৪%), , বিজেপির ৫২ জন প্রার্থীর মধ্যে ৪২ (৮১%) জন, বিএসপির ৫৭ জন প্রার্থীর মধ্যে ৪৪ (৭৭%) জন, কংগ্রেসের ৫৬ জনের মধ্যে ২৬ (৪৬%) জন এবং আপের ৫১ জন প্রার্থীর মধ্যে ১৪ (২৮%) জনের ১ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি রয়েছে,” বলা হয়েছে ওই প্রতিবেদনে।