আরও পড়ুন- জাতীয় বিমান সংস্থা বেচে দিচ্ছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী, ছাপানো হচ্ছে টাকা
আর এই ট্যুইটের ফলে লখনউয়ের নাম পরিবর্তন করে নাকি এবার লক্ষ্মণপুরী করা হবে, এমনই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লখনউতে ইতিমধ্যেই রামের ভ্রাতা লক্ষ্মণকে উৎসর্গ করে একটি বিশাল মন্দির তৈরি করা হচ্ছে। এর আগে একাধিকবার লখনউয়ের নাম পরিবর্তন করে লখনপুরী বা লক্ষ্মণপুরী করার দাবি তুলেছেন বিজেপি নেতারা। লখনউতে ইতিমধ্যেই লক্ষ্মণের নামে বেশ কয়েকটি ল্যান্ডমার্ক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মণটিলা, লক্ষ্মণপুরী এবং লক্ষ্মণ পার্ক।
advertisement
যোগী আদিত্যনাথ সরকার তার আগের মেয়াদে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ এবং ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা করেছিল। এর ফলে সুলতানপুরকে বদলে কুশভবনপুর, আলিগড়কে পালটে হরিগড়, মইনপুরীকে মায়ানপুরী, সম্বলকে পৃথ্বীরাজ নগর বা কল্কি নগর, ফিরোজাবাদকে চন্দ্রনগর এবং দেওবন্দকে দেবরান্দ সহ বেশ কয়েকটি জেলার নাম পরিবর্তনের দাবি বেড়েছে।
আরও পড়ুন- দেখুন ভিডিও: ছেড়ে গিয়েছে মা, কুকুরের কাছে বড় হচ্ছে বাঘের তিন ছানা!
যদিও কর্মকর্তারা জানিয়েছেন, এখনও লখনউ বা অন্য কোনও শহরের নাম পরিবর্তন করার বিষয়ে কোনও প্রস্তাব তাঁদের জানা নেই।