সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, শুক্রবার সকালে পোন্নাকাল গ্রামের বাসিন্দারা দেখেন, রাস্তায় একের পর এক কুকুরের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে৷ আরও বেশ কয়েকটি কুকুর আহত অবস্থায় পড়েছিল৷ দেখা যায়, প্রতিটি কুকুরের শরীরেই বুলেট বিদ্ধ হয়েছে৷
আরও পড়ুন: ‘যদি ভাবেন মিষ্টি না খেলেই সুগার কমবে…’, তাঁর মতো ডায়াবেটিকদের কী পরামর্শ দিলেন মিঠুন?
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কুকুরগুলিকে বন্দুক থেকেই গুলি করা হয়৷ এমন নয় যে তাদের ছররা বন্দুক থেকে গুলি করা হয়েছে৷ যদিও ময়নাতদন্তের পরই এ বিষয়ে আরও নিশ্চিত হতে পারবে পুলিশ৷
যদিও পুলিশকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে একটি গাড়িতে করে এক ব্যক্তি ওই এলাকায় আসে৷ এর পর একের পর এক কুকুরকে গুলি করতে থাকে সে৷
ঘটনার পর স্থানীয় পঞ্চায়েতের এক সদস্য পুলিশে অভিযোগ দায়ের করেন৷ ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারা (প্রাণীদের উপর নিষ্ঠুরতা) সহ একাধিক ধারায় পুলিশ মামলা করেছে৷