TRENDING:

আজ কী নেশা করেছিলেন আপনি ? সংসদে রাহুলের কার্যকলাপ নিয়ে খোঁচা কেন্দ্রীয় নেতার

Last Updated:

রাহুল গান্ধী পাঞ্জাবিদের ‘নেশাড়ু’ বলেন ! কিন্তু আজ তো তিনিই নেশা করে লোকসভায় ভাষণ দিচ্ছিলেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌরের মন্তব্যে তোলপাড় জাতীয় রাজনীতি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাহুল গান্ধী পাঞ্জাবিদের ‘নেশাড়ু’ বলেন ! কিন্তু আজ তো তিনিই নেশা করে লোকসভায় ভাষণ দিচ্ছিলেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌরের মন্তব্যে তোলপাড় জাতীয় রাজনীতি ৷
advertisement

কৌর রাহুল গান্ধীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আজ কোন নেশা করে এসে ভাষণ দিলেন রাহুল গান্ধী ? রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী পাঞ্জাবিদের নেশাড়ু বলেন কিন্তু আজ তো তিনিই নেশা করে ভাষণ দিতে এসেছেন ৷’

একইসঙ্গে কৌর রাহুল গান্ধীর ‘জাদু কি ঝাপ্পি’-র গোটা ঘটনাটিকেই ‘স্ক্রিপ্টেড’ বলে উল্লেখ করলেন ৷ বলেন, এই গোটা ঘটনাটিই কংগ্রেসের সাজানো ছিল ৷ রাহুল গান্ধী শুধু অভিনয় করেছেন ৷

advertisement

আরও পড়ুন:  রাফায়েল চুক্তি নিয়ে আসল সত্যিটা সামনে আনুন, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

লোকসভায় দাঁড়িয়ে মোদি সরকার বিশেষত নরেন্দ্র মোদির উদ্দেশ্যে একের পর এক তোপ দাগার ইতি হয় সৌজন্যের আলিঙ্গনে ৷ রাহুল বলেন, আপনারা আমাকে পাপ্পু বলে গালাগাল দিতে পারেন, কিন্তু আমি আমার মূল্যবোধ থেকে আপনাদের সম্মানই করব ৷ ভাষণ শেষ করেই সোজা বিরোধীদের আসনের দিকে হেঁটে গিয়ে সটান নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরেন সোনিয়া পুত্র ৷ রাহুলের এমন সৌজন্যে অপ্রস্তুত মোদি থেকে বিজেপি সাংসদ সহ বিরোধীরাও হতভম্ব হয়ে যায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আজ কী নেশা করেছিলেন আপনি ? সংসদে রাহুলের কার্যকলাপ নিয়ে খোঁচা কেন্দ্রীয় নেতার