TRENDING:

পুলওয়ামায় স্কুলের সামনে জঙ্গি হামলা, CRPF জওয়ানদের লক্ষ্য করে চলল ৬-৭ রাউন্ড গুলি

Last Updated:

পুলওয়ামার দ্রাবগামে একটি স্কুলে পরীক্ষা চলাকালীন হামলা জঙ্গিদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুলওয়ামা: পুলওয়ামায় স্কুলের সামনে জঙ্গি হামলা, টহলদারি CRPF জওয়ানদের লক্ষ্য করে চলল ৬-৭ রাউন্ড গুলি। পুলওয়ামার দ্রাবগামে একটি স্কুলে পরীক্ষা চলাকালীন হামলা জঙ্গিদের। স্কুলের বাইরে টহলদারি জওয়ানদের লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
advertisement

কাশ্মীরে রয়েছেন ই-ইউ’এর প্রতিনিধিরা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন ২৭ জন ইউরোপীয় প্রতিনিধি৷ আজ, মঙ্গলবার এই প্রতিনিধির দল পৌঁছায় কাশ্মীরে। কাশ্মীরের পরিস্থিতি ঘুরে দেখবেন তারা ৷ ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ভূস্বর্গে ঢুকছে কোনও প্রতিনিধি দল৷ ভূস্বর্গরে বেশ কিছু এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মেহবুবা মুফতি জানিয়েছেন, মঙ্গলবার বোর্ডের পরীক্ষা রয়েছে ৷ পরিস্থিতি যাই হোক না কেন, কাশ্মীরে শান্তি বজায় আছে তুলে ধরেতে, পড়ুয়াদের পরীক্ষায় হাজিরা দিতেই হবে ৷ দ্রাবগামের এই স্কুলেও চলছিল বোর্ড পরীক্ষা। স্কুলের বাইরে টহল দিচ্ছিলেন CRPF জওয়ান ও স্থানীয়রা। তখনই টহলদারি জওয়ানদের লক্ষ করে ৬-৭ রাউন্ড গুলি চালায় জঙ্গিরা।

বাংলা খবর/ খবর/দেশ/
পুলওয়ামায় স্কুলের সামনে জঙ্গি হামলা, CRPF জওয়ানদের লক্ষ্য করে চলল ৬-৭ রাউন্ড গুলি