কাশ্মীরে রয়েছেন ই-ইউ’এর প্রতিনিধিরা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন ২৭ জন ইউরোপীয় প্রতিনিধি৷ আজ, মঙ্গলবার এই প্রতিনিধির দল পৌঁছায় কাশ্মীরে। কাশ্মীরের পরিস্থিতি ঘুরে দেখবেন তারা ৷ ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ভূস্বর্গে ঢুকছে কোনও প্রতিনিধি দল৷ ভূস্বর্গরে বেশ কিছু এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা।
advertisement
মেহবুবা মুফতি জানিয়েছেন, মঙ্গলবার বোর্ডের পরীক্ষা রয়েছে ৷ পরিস্থিতি যাই হোক না কেন, কাশ্মীরে শান্তি বজায় আছে তুলে ধরেতে, পড়ুয়াদের পরীক্ষায় হাজিরা দিতেই হবে ৷ দ্রাবগামের এই স্কুলেও চলছিল বোর্ড পরীক্ষা। স্কুলের বাইরে টহল দিচ্ছিলেন CRPF জওয়ান ও স্থানীয়রা। তখনই টহলদারি জওয়ানদের লক্ষ করে ৬-৭ রাউন্ড গুলি চালায় জঙ্গিরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2019 5:06 PM IST