আরও পড়ুন-Baleno 2022 না কি Tata Altroz, কোনটা ভাল? দেখে নিন দাম, ফিচার্স ও মাইলেজের ফারাক
ইউক্রেনে আটকে থাকা হাজার হাজার ভারতীয় পড়ুয়ারাই এখন ভারতের কাছে সবচেয়ে চিন্তার বিষয় ৷ অনেক অসুবিধার মধ্যেই রোমানিয়ার সীমান্তের কাছে দিন কাটছে তাঁদের ৷ আকাশপথে রাশিয়ার যুদ্ধবিমান গর্জন তুলেছে। এই আবহে বহু সাধারণ নাগরিকের প্রাণ সংশয় দেখা দিয়েছে। ইউক্রেনের নাগরিকদেরই সঙ্গে বহু ভারতীয় এখন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে বিভিন্ন মহল থেকে আর্তি উঠেছে। এবার এই ইস্যুতে সরকারের কাছে আবেদন জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও। ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে রাহুল গান্ধি লিখেছেন, যতটা সম্ভব তাড়াতাড়ি ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনুক ভারত সরকার ৷ খুব অসহায় অবস্থায় ওখানে দিন কাটছে ওদের ৷
advertisement
আরও পড়ুন-যৌন মিলনের পরেই এই জিনিসটা ঘটছে ? এর কী প্রভাব শরীরে পড়তে পারে জানুন
এক ভিডিও শেয়ার করে এদিন রাহুল গান্ধি ট্যুইট করেন, ‘‘বাঙ্কারে ভারতীয় ছাত্রদের এই ছবি উদ্বেগজনক। আমি তাঁদের উদ্বিগ্ন পরিবারের সদস্যদের পাশে আছে। ছাত্র-ছাত্রীদের পরিবারদের এই ভিডিও না দেখাই ভাল ৷ পাশাপাশি আমি ভারত সরকারকে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ কার্যকর করার জন্য আবেদন জানাচ্ছি। আমরা আমাদের নিজেদের মানুষদের এভাবে ফেলে রাখতে পারি না ৷ ’’