TRENDING:

Maharashtra By Election: শিন্ডের বিদ্রোহের পর প্রথম ভোটেই স্বস্তির জয় উদ্ধব শিবিরের, ফলাফলে অন্য চমক

Last Updated:

অন্ধেরির এই এলাকায় একনাথ শিন্ডে শিবিরের খুব একটা প্রভাব নেই৷ তাই তারাও এখানে প্রার্থী দেয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: একনাথ শিন্ডের বিদ্রোহে সরকারের পতন এবং দল দু' ভাগ হয়ে যাওয়ার পর মহারাষ্ট্রের প্রথম উপনির্বাচনে স্বস্তির জয় পেল উদ্ধব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনা শিবির৷ অন্ধেরি পূর্ব বিধানসভা আসনের উপনির্বাচনে প্রায় ৬৬ হাজার ভোটে জয়ী হয়েছে উদ্ধব শিবিরের প্রার্থী রুতুজা লাটকে৷
স্বস্তির জয় পেল উদ্ধব ঠাকরে শিবির৷
স্বস্তির জয় পেল উদ্ধব ঠাকরে শিবির৷
advertisement

এই আসনে উদ্ধব শিবিরের জয় প্রত্যাশিতই ছিল৷ কারণ রুতুজা লাটকেকে সমর্থনের জন্য বিভিন্ন দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল৷ তার পরেই বিজেপি-র পক্ষ থেকে প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়া হয়৷ রুতুজাকে সমর্থন করে কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি-ও৷ যারা উদ্ধব ঠাকরে সরকারে জোট সঙ্গীও ছিল৷

আরও পড়ুন: ছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয়, গুজরাত- হিমাচলে ভোটের আগে স্বস্তিতে বিজেপি

advertisement

n:ফলে উদ্ধব শিবিরের প্রার্থী রুতুজার লড়াই ছিল মূলত নির্দলদের সঙ্গে৷

তা সত্ত্বেও নির্বাচনের ফলে বড় চমক রয়েছে৷ কারণ রুতুজা লাটকের পর এই আসনে সব থেকে বেশি ভোট গিয়েছে নোটা-তে৷ প্রায় ১৫ হাজার ভোট পড়েছে নোটা-য়৷ জয়ী প্রার্থী বাদে বাকি ছ' জন প্রার্থীর কেউই এত ভোট পাননি৷

রুতুজা লাটকের স্বামী এবং অন্ধেরি পূর্বের শিবসেনা বিধায়ক রমেশ লাটকের মৃত্যুর ফলেই এই আসনটিতে উপনির্বাচন করতে হয়৷ মুম্বাই পুরসভার নির্বাচনের আগে অন্ধেরি পূর্ব কেন্দ্রের উপনির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল৷

advertisement

আরও পড়ুন: কে প্রার্থী, ভুলে যান, শুধু ভাবুন আমি এসেছি পদ্ম প্রতীক নিয়ে, হিমাচলে বললেন মোদি

এই প্রথমবার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার শিবিরকে নতুন কোনও নাম এবং প্রতীকে কোনও নির্বাচনে লড়তে হল৷ শিবসেনার আসল নাম এবং প্রতীক আপাতত নির্বাচন কমিশনের জিম্মায় রয়েছে৷ তাই এই নির্বাচনে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নামে লড়তে হয় উদ্ধব শিবিরকে৷ তাদের প্রতীক ছিল মশাল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

মুম্বাই পুরসভা নির্বাচনেই প্রথমবার ভোটের ময়দানে মুখোমুখি হবে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দুই শিবসেনা৷ তার আগে উপনির্বাচনে বড় জয় উদ্ধব শিবিরকে আত্মবিশ্বাস জোগাবে৷ বিজেপি প্রয়াত শিবসেনা বিধায়কের সম্মানে প্রার্থীপদ প্রত্যাহার কথা বললেও উদ্ধব শিবিরের দাবি, বিরাট ব্যবধানে হারের কথা আগাম বুঝতে পেরেই আগে ভাগে লড়াই থেকে সরে দাঁড়িয়েছে পদ্ম শিবির৷ তবে এই আসনে প্রার্থী না দেওয়ার জন্য রাজ ঠাকরেও বিজেপি-কে অনুরোধ করেছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra By Election: শিন্ডের বিদ্রোহের পর প্রথম ভোটেই স্বস্তির জয় উদ্ধব শিবিরের, ফলাফলে অন্য চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল