TRENDING:

Maharashtra By Election: শিন্ডের বিদ্রোহের পর প্রথম ভোটেই স্বস্তির জয় উদ্ধব শিবিরের, ফলাফলে অন্য চমক

Last Updated:

অন্ধেরির এই এলাকায় একনাথ শিন্ডে শিবিরের খুব একটা প্রভাব নেই৷ তাই তারাও এখানে প্রার্থী দেয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: একনাথ শিন্ডের বিদ্রোহে সরকারের পতন এবং দল দু' ভাগ হয়ে যাওয়ার পর মহারাষ্ট্রের প্রথম উপনির্বাচনে স্বস্তির জয় পেল উদ্ধব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনা শিবির৷ অন্ধেরি পূর্ব বিধানসভা আসনের উপনির্বাচনে প্রায় ৬৬ হাজার ভোটে জয়ী হয়েছে উদ্ধব শিবিরের প্রার্থী রুতুজা লাটকে৷
স্বস্তির জয় পেল উদ্ধব ঠাকরে শিবির৷
স্বস্তির জয় পেল উদ্ধব ঠাকরে শিবির৷
advertisement

এই আসনে উদ্ধব শিবিরের জয় প্রত্যাশিতই ছিল৷ কারণ রুতুজা লাটকেকে সমর্থনের জন্য বিভিন্ন দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল৷ তার পরেই বিজেপি-র পক্ষ থেকে প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়া হয়৷ রুতুজাকে সমর্থন করে কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি-ও৷ যারা উদ্ধব ঠাকরে সরকারে জোট সঙ্গীও ছিল৷

আরও পড়ুন: ছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয়, গুজরাত- হিমাচলে ভোটের আগে স্বস্তিতে বিজেপি

advertisement

n:ফলে উদ্ধব শিবিরের প্রার্থী রুতুজার লড়াই ছিল মূলত নির্দলদের সঙ্গে৷

তা সত্ত্বেও নির্বাচনের ফলে বড় চমক রয়েছে৷ কারণ রুতুজা লাটকের পর এই আসনে সব থেকে বেশি ভোট গিয়েছে নোটা-তে৷ প্রায় ১৫ হাজার ভোট পড়েছে নোটা-য়৷ জয়ী প্রার্থী বাদে বাকি ছ' জন প্রার্থীর কেউই এত ভোট পাননি৷

রুতুজা লাটকের স্বামী এবং অন্ধেরি পূর্বের শিবসেনা বিধায়ক রমেশ লাটকের মৃত্যুর ফলেই এই আসনটিতে উপনির্বাচন করতে হয়৷ মুম্বাই পুরসভার নির্বাচনের আগে অন্ধেরি পূর্ব কেন্দ্রের উপনির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল৷

advertisement

আরও পড়ুন: কে প্রার্থী, ভুলে যান, শুধু ভাবুন আমি এসেছি পদ্ম প্রতীক নিয়ে, হিমাচলে বললেন মোদি

এই প্রথমবার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার শিবিরকে নতুন কোনও নাম এবং প্রতীকে কোনও নির্বাচনে লড়তে হল৷ শিবসেনার আসল নাম এবং প্রতীক আপাতত নির্বাচন কমিশনের জিম্মায় রয়েছে৷ তাই এই নির্বাচনে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নামে লড়তে হয় উদ্ধব শিবিরকে৷ তাদের প্রতীক ছিল মশাল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মুম্বাই পুরসভা নির্বাচনেই প্রথমবার ভোটের ময়দানে মুখোমুখি হবে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দুই শিবসেনা৷ তার আগে উপনির্বাচনে বড় জয় উদ্ধব শিবিরকে আত্মবিশ্বাস জোগাবে৷ বিজেপি প্রয়াত শিবসেনা বিধায়কের সম্মানে প্রার্থীপদ প্রত্যাহার কথা বললেও উদ্ধব শিবিরের দাবি, বিরাট ব্যবধানে হারের কথা আগাম বুঝতে পেরেই আগে ভাগে লড়াই থেকে সরে দাঁড়িয়েছে পদ্ম শিবির৷ তবে এই আসনে প্রার্থী না দেওয়ার জন্য রাজ ঠাকরেও বিজেপি-কে অনুরোধ করেছিলেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra By Election: শিন্ডের বিদ্রোহের পর প্রথম ভোটেই স্বস্তির জয় উদ্ধব শিবিরের, ফলাফলে অন্য চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল