TRENDING:

Shiv Sena Dussehra Rally: দশেরায় শক্তি প্রদর্শনে দুই শিবসেনা, আজ ফের উদ্ধবকে ধাক্কা দিতে পারেন শিন্ডে

Last Updated:

নিজেদের দশেরার অনুষ্ঠানকে বেশি সফল করতে কোমর বেঁধে নেমেছে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবির৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: দশেরাকে কেন্দ্র করে মুম্বাইয়ে শক্তি প্রদর্শনের লড়াইয়ে শিবসেনার দুই শিবির৷ ১৯৬৬ সালে শিবসেনার প্রতিষ্ঠার পর থেকেই মুম্বাইয়ের শিবাজি পার্কে দশেরার অনুষ্ঠান আয়োজিত করা হয় দলের পক্ষ থেকে৷ প্রয়াত বাল ঠাকরেই এই রীতি শুরু করেছিলেন৷ কিন্তু শিবসেনায় সাম্প্রতিক বিদ্রোহের পর এবার আলাদা আলাদা করে দশেরার শোভাযাত্রার আয়োজন করেছে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবির৷ তাই ৫৬ বছরের ইতিহাসে এই প্রথমবার মুম্বাইয়ে দশেরা উপলক্ষে শিবসেনার দু'টি আলাদা আলাদা শোভাযাত্রার  আয়োজন করা হয়েছে৷
দশেরাকে কেন্দ্র করে আজ শিন্ডে- উদ্ধব শক্তি প্রদর্শনের লড়াইয়ে৷
দশেরাকে কেন্দ্র করে আজ শিন্ডে- উদ্ধব শক্তি প্রদর্শনের লড়াইয়ে৷
advertisement

সূত্রের খবর, দশেরার এই অনুষ্ঠান থেকেই একনাথ শিন্ডের শিবিরে যোগ দিতে পারেন উদ্ধব ঠাকরে শিবিরের পাঁচ বিধায়ক এবং দুই সাংসদ৷ ফলে ফের একবার জোরালো ধাক্কা খেতে চলেছেন উদ্ধব ঠাকরে৷

আরও পড়ুন: আগামী সপ্তাহ থেকেই শুরু টেট-এর ফর্ম ফিল-আপ, পরীক্ষায় বসতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন বিশদে

advertisement

শিবসেনার দুই শিবিরই দশেরার অনুষ্ঠানের আয়োজনে পরস্পরকে টেক্কা দেওয়ার চেষ্টা করবে৷ ফলে দু'টি শোভাযাত্রা দেখতেই বিপুল ভিড় হবে বলে আন্দাজ করা হচ্ছে৷ দশেরার একটি অনুষ্ঠান হবে শিবাজি পার্কে এবং অন্যটি বান্দ্রা কুরলা কমপ্লেক্সে৷

নিজেদের দশেরার অনুষ্ঠানকে বেশি সফল করতে কোমর বেঁধে নেমেছে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবির৷ সবমিলিয়ে পাঁচ হাজার বাস, ছোট গাড়ি করে সমর্থকদের অনুষ্ঠান স্থলে নিয়ে আসা হবে বলে খবর৷ এর পাশাপাশি একটি ট্রেনও ভাড়া করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন: লক্ষ্য ২০২৪, বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আজই সর্বভারতীয় দল ঘোষণা করবেন কেসিআর

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

শিবসেনার দুই শিবিরের দশেরার অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক মহলেও ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ শিবাজি পার্কের অনুষ্ঠানটি করবে উদ্ধব ঠাকরে শিবির৷ অন্যদিকে বান্দ্রায় দশেরার অনুষ্ঠান করবে একনাথ শিন্ডে শিবির৷

বাংলা খবর/ খবর/দেশ/
Shiv Sena Dussehra Rally: দশেরায় শক্তি প্রদর্শনে দুই শিবসেনা, আজ ফের উদ্ধবকে ধাক্কা দিতে পারেন শিন্ডে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল