আরও পড়ুন: হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের অসহায় মৃত্যু, চূড়ান্ত গাফিলতির ইঙ্গিত রিপোর্টে!
মঙ্গলবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যপালের সঙ্গে দেখা করেন৷ দিল্লিতে গিয়ে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করে মুম্বাই ফিরেই সরাসরি রাজ ভবনে যান ফড়নবীশ৷ এরপরেই উদ্ধবের পদত্যাগ৷ এতদিন বিজেপি নেতারা দাবি করে আসছিলেন, শিবসেনার ভিতরের বিদ্রোহে তাদের কোনও ভূমিকাই নেই৷ কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল, মহারাষ্ট্রে ক্ষমতা দখলের লক্ষ্যে একনাথ শিন্ডেদের বিদ্রোহের নেপথ্যে আসলে রয়েছে বিজেপি-র চক্রান্ত৷
advertisement
সূত্র মারফত জানা যাচ্ছে, ফড়নবীশ চেয়েছিলেন শিন্ডে গোষ্ঠী বিধানসভায় সেনাশক্তির দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠা করুক, যাতে দলত্যাগ বিরোধী আইন তাদের পরিকল্পনা নষ্ট না করে। দলের নেতারা বিশ্বাস করেন যে বিজেপি এবার সরকার গঠনের সুযোগ হারাবে না তা নিশ্চিত করার জন্য ফড়নবীশ কঠোর পরিশ্রম করেছেন।