মুম্বই: ২০টা বছর৷ একে অপরের মুখদর্শন করেননি দু’জন৷ কিন্তু, ‘মরাঠা’ মুখ চেয়ে পরস্পরের হাত ধরেছেন ‘ঠাকরে ব্রাদার্স’ উদ্ধব এবং রাজ৷ আগেই ঘোষণা করেছিলেন জোটের কথা৷ এবার জানালেন, বৃহন্মুম্বই পুরসভার আগামী নির্বাচনে তাঁরা একইসঙ্গে ভোটযুদ্ধে নামবেন৷ ঘোষণা করলেন, ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে৷’
advertisement
উভয় পরিবারের উপস্থিতিতে বুধবার UBT প্রধান তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নিজেকে এবং রাজ ঠাকরেকে ‘ঠাকরে ব্রাদার্স’ হিসাবে উল্লেখ করে বলেন, ‘‘আমাদের ঠাকুরদা প্রবোধঙ্কর ঠাকরে মহারাষ্ট্রের জন্য লড়াই শুরু করেছিলেন৷ তারপর যখন আমরা মুম্বইয়ে আসি, শিবসেনা তৈরি হয়৷ শিবসেনা তৈরি হওয়ার পরে ৬০ বছর কেটে গিয়েছে৷’’
আরও পড়ুন: ‘তোমরাই মেরেছ…,’ নির্বাচন থামাতেই খুন করেছে ইউনূস! মারাত্মক অভিযোগ ছাত্রনেতা হাদির দাদার
জোটের কথা ঘোষণা করতে অজান্তেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বলা কথা উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’৷ বোঝাতে চান, দু’দলের সমর্থকই যেন এক জায়গাতেই ভোট দেন৷
উদ্ধবের ভাই রাজ ঠাকরের গলাতেও ছিল উদ্ধবেরই কথার সুর৷ বলেন, ‘‘যে কোনও সাধারণ ভুল বোঝাবুঝির চেয়ে মহারাষ্ট্র অনেক বড়৷ সেই জায়গাটা থেকেই আমাদের শুরু৷ কে ক’টা আসনে লড়বে সেসব নিয়ে আমরা কথা বলতে আসিনি৷’’
শুধু মুম্বই নয়, নাসিকেও লড়বে উদ্ধব-রাজের জোট৷ রাজ ঠাকরে বলেন, ‘‘আমরা আজকের বৈঠকের পরে অন্য কর্পোরেশনের ভোটের কথাও ঘোষণা করব৷’’
এরপরেই আসে সবচেয়ে বড় ঘোষণা, ‘‘মুম্বইয়ের মেয়র একজন মরাঠা হবে এবং আমাদের দলই পুরসভার ক্ষমতা দখল করবে৷’’
প্রসঙ্গত, আগামী ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের বৃহন্মুম্বই বিধানসভার নির্বাচন৷ তার পরের দিন, অর্থাৎ, ১৬ জানুয়ারি হবে ভোটগণনা৷
