দুই বোন৷ ১৭ বছরের লাইবা জাবার ও ১৩ বছর বয়সী সানা জাবার৷ পাক অধিকৃত কাশ্মীরের কাহুতা তেহসিলের বাসিন্দা দুই বোন পথ ভুলে ঢুকে পড়ে ভারতে৷ নিয়ন্ত্রণ রেখার এপারে এসে কিছুটা ঘাবড়ে যায় তারা৷ আব্বাসপুরের, পাক অধিকৃত কাশ্মীরের তেহসিল কহুতার দুই বোন পুঞ্চে ঢুকে পড়ে, তাদের ছাকান দা বাগ পয়েন্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়, জানান এক সেনা আধিকারীক৷
advertisement
ছাকান দা বাগ পয়েন্টে সামরিক বাহিনী ও সাধারণ মানুষের সামনে পাক আধিকারীকদের হাতে তুলে দেওয়া হয় দুই বোনকে৷ ভারতীয় সেনা তাদের হাতে মিষ্টি ও উপহার তুলে দেয়৷ শুভেচ্ছা বিনিময়ের জন্য তাদের হাতে এভাবে উপহার দেওয়া হয়, যাতে তারা এদেশ থেকে ভাল স্মৃতি নিয়ে যেতে পারে৷ জানিয়েছেন এক সেনা কর্তা৷
পাকিস্তানে নিজেদের বাড়ি ফিরে যাওয়ার আগে লাবিয়া জানিয়েছে যে, 'আমরা পথ ভুল করে ভারতে ঢুকে পরি৷ ভারতীয় সেনারা আমাদের লক্ষ্য করে এগিয়ে আসেন৷ তারপর প্রশ্ন করতে থাকেন৷ ভেবেছিলাম ওদের হাতে মার খাব৷ কিন্তু খুবই ভাল ব্যবহার পেয়েছি সেনার থেকে৷ আমাদের নিয়ে এসে খেতে দিয়েছে৷ আমরা ভেবেছিলাম যে হয়ত আমাদের আটক করা হবে৷ আর ফিরতে পারব না৷ কিন্তু আমারা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলাম'৷
এভাবেই ভাল স্মৃতি নিয়ে ভারতের মাটিতে হারিয়ে যাওয়া দুই বোন ফিরে গেল পাকিস্তানে তাদের বাড়ি৷
