ঘটনাটি মুম্বইয়ের। অভিযুক্ত ব্যক্তির নাম অনিকেত ভোঁসলে। অভিযোগ একটি ট্রেনে তাঁর ফার্স্ট ক্লাসের টিকিট ছিল। সেই টিকিট নিয়েই তিনি উঠে পড়েন এসি কোচে। ট্রেনটি চার্চগেট থেকে ভিরারে যাচ্ছিল। এই সময়েই মুখ্য টিকিট পরীক্ষক যশবীর সিং অনিকেতের টিকিট পরীক্ষা করতে আসেন। সেই সময়েই তিনি দেখেন তাঁর টিকিটটি বৈধ নয়। তিনি তা অনিকেতকে জানান এবং জরিমানার কথা বলেন।
advertisement
এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যশবীরের সঙ্গে অনিকেতের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়।
ভিডিওতে দেখা যায় অনিকেত এবং অন্যান্য যাত্রীদের সঙ্গে যশবীরের হাতাহাতি হচ্ছে। যশবীর অভিযোগ জানান, এই হাতাহাতির ফলে তিনি জখম হয়েছেন, তাঁর জামা ছিঁড়ে গেছে। এছাড়াও, তাঁর জরিমানা বাবদ ১৫০০ টাকাও হারিয়ে গেছে বলেও অভিযোগ জানান। এই বাদানুবাদ শুরু হয় টিকিট পরীক্ষক অনিকেতকে ট্রেন থেকে নেমে যেতে বলেন। অবশেষে বোরিভালি স্টেশনে আর পি এফ বাহিনী এসে অনিকেতকে নালাসোপাড়ায় নামিয়ে দেয়।
আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে অগ্নিকাণ্ড! বিদেশি বিমানে কী লোড করা হচ্ছিল? চলছে তদন্ত
এছাড়াও অনিকেত লিখিতভাবে ক্ষমাপ্রকাশ করেন। তিনি টিকিট পরীক্ষকের হারিয়ে যাওয়া ১৫০০ টাকাও ফেরত দিয়ে দেন। এবং আর্জি জানান তাঁর বিরুদ্ধে যেন এফআইআর দায়ের না করা হয় কারণ এফআইআর দায়ের করা হলে তাঁর প্রথম চাকরি ক্ষতিগ্রস্ত হতে পারে।