TRENDING:

Train incident: 'টিকিট বৈধ নয়' বলতেই চেকারের উপর খেপলেন যাত্রী! ট্রেনে ধুন্ধুমার, কে দিলেন জরিমানা?

Last Updated:

এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যশবীরের সঙ্গে অনিকেতের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। ভিডিওতে দেখা যায় অনিকেত এবং অন্যান্য যাত্রীদের সঙ্গে যশবীরের হাতাহাতি হচ্ছে। যশবীর অভিযোগ জানান, এই হাতাহাতির ফলে তিনি জখম হয়েছেন, তাঁর জামা ছিঁড়ে গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিনা টিকিটে ট্রেনে চাপা দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে জরিমানা করেন টিকিট পরীক্ষক। কিন্তু শুক্রবার যা ঘটল তাতে হতভম্ব অনেকেই। অবৈধ টিকিটের জন্য যাত্রীকে জরিমানা করতেই ক্ষিপ্ত হয়ে উঠলেন যাত্রী। সরাসরি চড়াও হলেন টিকিট পরীক্ষকের উপর। সোশ্যাল মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে।
ভিডিওর একটি অংশ
ভিডিওর একটি অংশ
advertisement

ঘটনাটি মুম্বইয়ের। অভিযুক্ত ব্যক্তির নাম অনিকেত ভোঁসলে। অভিযোগ একটি ট্রেনে তাঁর ফার্স্ট ক্লাসের টিকিট ছিল। সেই টিকিট নিয়েই তিনি উঠে পড়েন এসি কোচে। ট্রেনটি চার্চগেট থেকে ভিরারে যাচ্ছিল। এই সময়েই মুখ্য টিকিট পরীক্ষক যশবীর সিং অনিকেতের টিকিট পরীক্ষা করতে আসেন। সেই সময়েই তিনি দেখেন তাঁর টিকিটটি বৈধ নয়। তিনি তা অনিকেতকে জানান এবং জরিমানার কথা বলেন।

advertisement

এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যশবীরের সঙ্গে অনিকেতের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়।

ভিডিওতে দেখা যায় অনিকেত এবং অন্যান্য যাত্রীদের সঙ্গে যশবীরের হাতাহাতি হচ্ছে। যশবীর অভিযোগ জানান, এই হাতাহাতির ফলে তিনি জখম হয়েছেন, তাঁর জামা ছিঁড়ে গেছে। এছাড়াও, তাঁর জরিমানা বাবদ ১৫০০ টাকাও হারিয়ে গেছে বলেও অভিযোগ জানান। এই বাদানুবাদ শুরু হয় টিকিট পরীক্ষক অনিকেতকে ট্রেন থেকে নেমে যেতে বলেন। অবশেষে বোরিভালি স্টেশনে আর পি এফ বাহিনী এসে অনিকেতকে নালাসোপাড়ায় নামিয়ে দেয়।

advertisement

আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে অগ্নিকাণ্ড! বিদেশি বিমানে কী লোড করা হচ্ছিল? চলছে তদন্ত

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

এছাড়াও অনিকেত লিখিতভাবে ক্ষমাপ্রকাশ করেন। তিনি টিকিট পরীক্ষকের হারিয়ে যাওয়া ১৫০০ টাকাও ফেরত দিয়ে দেন। এবং আর্জি জানান তাঁর বিরুদ্ধে যেন এফআইআর দায়ের না করা হয় কারণ এফআইআর দায়ের করা হলে তাঁর প্রথম চাকরি ক্ষতিগ্রস্ত হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Train incident: 'টিকিট বৈধ নয়' বলতেই চেকারের উপর খেপলেন যাত্রী! ট্রেনে ধুন্ধুমার, কে দিলেন জরিমানা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল