TRENDING:

এবার স্কুলের হাজিরাতে নজর রাখতে আসছে নতুন পদ্ধতি !

Last Updated:

ব্যাঙ্ক থেকে সিম কার্ড ৷ সব ক্ষেত্রেই আধার নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ৷ এবার স্কুলের হাজিরাতেও আধার নম্বর লাগবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: ব্যাঙ্ক থেকে সিম কার্ড ৷ সব ক্ষেত্রেই আধার নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ৷ এবার স্কুলের হাজিরাতেও আধার নম্বর লাগবে ৷ সম্প্রতি তেলঙ্গানা স্টেট টেকনোলজি সার্ভিসেস বা টিএসটিএস নামে একটি রাজ্য সরকারি সংস্থা নতুন একটি প্রযুক্তি নিয়ে এসেছে ৷ এর সাহায্য স্কুল বা অন্য সংস্থাতেও সকলের উপস্থিতির উপর  নজরে রাখা যাবে ৷
advertisement

আরও পড়ুন: মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার এই অভিনেত্রী

সোয়াইপিং মেশিনের মতো একটি ডিভাইস স্কুল ও অফিসে ইনস্টল করা হবে ৷ চার নম্বরের আধার নম্বর ও বায়োমেট্রিক তথ্য মেশিনে রেকর্ড করা থাকবে ৷ মেশিনটি সার্ভারের সঙ্গে যুক্ত করা থাকবে ৷ কার্ড পাঞ্চ করার ৪ সেকেন্ডের মধ্যে প্রতিক্রিয়া পাওয়া যায় ৷

advertisement

আরও পড়ুন: ডিভাইডারে ধাক্কা লেগে ১০ বার পাল্টি খেল বিলাসবহুল গাড়ি, আজ গাড়ির ফরেনসিক তদন্ত

এর জেরে প্রধান শিক্ষক বা শিক্ষা আধিকারিকরা হাজিরার উপর নজর রাখতে পারবেন ৷ ড্যাশবোর্ডের মাধ্যমে বিভিন্ন স্তরে হাজিরার উপর নজর রাখা যাবে ৷ কম্পিউটার বা ল্যাপটপে ড্যাশবোর্ড খোলা যাবে ৷ প্রতি মিনিটে বোঝা যাবে, কতজন ঠিকমত হাজিরা দিচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শীঘ্রই রাজ্যের ১০ হাজার স্কুলে এই নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার ৷

বাংলা খবর/ খবর/দেশ/
এবার স্কুলের হাজিরাতে নজর রাখতে আসছে নতুন পদ্ধতি !