TRENDING:

Golden Chariot: সমুদ্রের মাঝে ভেসে ওঠা 'সোনার রথ' আসলে কী? ভিডিও দেখুন...

Last Updated:

Viral Video: কোথা থেকে এল এত সুন্দর রথ? সত্যিই কী সোনায় মোড়া রয়েছে? এই সব তথ্য জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিশাখাপত্তনম: সমুদ্রের মাঝে ঝকঝকে সোনালী রঙের রথ! ঘূর্ণিঝড় অশনির কারণে উত্তাল বঙ্গোপসাগারে হঠাৎ দেখে যায় সোনার রঙের পরত দেওয়া রথের আকারের বস্তু৷ যা দেখে সকলেই হতবাক হয়ে যায়৷ এই সোনার বরণ রথ কোথা থেকে, কীভাবে ভেসে এল, তা নিয়ে চলে নানাবিধ চর্চা৷
advertisement

আরও পড়ুন Knowledge News: পৃথিবী থেকে কি জল শুষে নিচ্ছে চাঁদ?

এই রথ শ্রীকাকুলাম জেলার সূন্নাপল্লীর তটে পাওয়া গিয়েছিল৷ মঙ্গলবার সন্ধ্যায় সমুদ্রে বয়ে এটা আসে৷ সমুদ্রে এতবড় সোনালি রঙের জিনিস বইতে দেখেন তখনই সেটাকে উদ্ধারে নেমে পড়েন স্থানীয়রা৷ উত্তাল সমুদ্রে নেমেই টানতে টানতে নিয়ে আসেন সেই সোনালী রঙের রথ৷ কিছুক্ষণের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র৷ প্রচুর উৎসাহী মানুষ ওই জায়গায় পৌঁছে যান৷ সাধারণের বিবরণ অনুযায়ী, রথটি দেখতে খুবই সুন্দর৷ মাথার ওপরদিকটা মনেস্ট্রি ধাঁচের৷ তাতে সোনালি রঙের আবরণ দেওয়া রয়েছে৷ এটা এমনভাবেই তৈরি যাতে জলে পড়লে ভাসতে পারে৷ তবে কোথা থেকে এল এত সুন্দর রথ? সত্যিই কী সোনায় মোড়া রয়েছে? এই সব তথ্য জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক৷

advertisement

advertisement

নৌপাড়া থানার সাব ইন্সপেক্টর জানিয়েছেন যে, এই রথটি জোয়ারের ঢেউয়ে ভেসে এসেছে৷ থাইল্যান্ড, জাপান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া বা মালেশিয়া, যে কোন দেশের হতে পারে এই রথ৷ তবে পুলিশ কর্তার মতে, মায়নমারে -এ এর উৎস, কারণ সে দেশে এমন নকশার রথ তৈরি হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

তিনি আরও জানিয়েছেন যে, রথটি টিনের তৈরি, তাতে সোনালি রং করা হয়েছে৷ দেখে মনে হবে যেন আস্ত এরটি মন্দির, যাতে চাকা লাগানো হয়েছে৷ যদিও এই রথের ভিতর কিছু ছিল না বলে তাঁর দাবি৷ তবে এটিকে একেবারে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না৷ কোনও কুমতলবে এই রথ ভারতের সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে কিনা, তার দিকেও নজর রাখা হচ্ছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Golden Chariot: সমুদ্রের মাঝে ভেসে ওঠা 'সোনার রথ' আসলে কী? ভিডিও দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল