TRENDING:

Golden Chariot: সমুদ্রের মাঝে ভেসে ওঠা 'সোনার রথ' আসলে কী? ভিডিও দেখুন...

Last Updated:

Viral Video: কোথা থেকে এল এত সুন্দর রথ? সত্যিই কী সোনায় মোড়া রয়েছে? এই সব তথ্য জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিশাখাপত্তনম: সমুদ্রের মাঝে ঝকঝকে সোনালী রঙের রথ! ঘূর্ণিঝড় অশনির কারণে উত্তাল বঙ্গোপসাগারে হঠাৎ দেখে যায় সোনার রঙের পরত দেওয়া রথের আকারের বস্তু৷ যা দেখে সকলেই হতবাক হয়ে যায়৷ এই সোনার বরণ রথ কোথা থেকে, কীভাবে ভেসে এল, তা নিয়ে চলে নানাবিধ চর্চা৷
advertisement

আরও পড়ুন Knowledge News: পৃথিবী থেকে কি জল শুষে নিচ্ছে চাঁদ?

এই রথ শ্রীকাকুলাম জেলার সূন্নাপল্লীর তটে পাওয়া গিয়েছিল৷ মঙ্গলবার সন্ধ্যায় সমুদ্রে বয়ে এটা আসে৷ সমুদ্রে এতবড় সোনালি রঙের জিনিস বইতে দেখেন তখনই সেটাকে উদ্ধারে নেমে পড়েন স্থানীয়রা৷ উত্তাল সমুদ্রে নেমেই টানতে টানতে নিয়ে আসেন সেই সোনালী রঙের রথ৷ কিছুক্ষণের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র৷ প্রচুর উৎসাহী মানুষ ওই জায়গায় পৌঁছে যান৷ সাধারণের বিবরণ অনুযায়ী, রথটি দেখতে খুবই সুন্দর৷ মাথার ওপরদিকটা মনেস্ট্রি ধাঁচের৷ তাতে সোনালি রঙের আবরণ দেওয়া রয়েছে৷ এটা এমনভাবেই তৈরি যাতে জলে পড়লে ভাসতে পারে৷ তবে কোথা থেকে এল এত সুন্দর রথ? সত্যিই কী সোনায় মোড়া রয়েছে? এই সব তথ্য জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক৷

advertisement

advertisement

নৌপাড়া থানার সাব ইন্সপেক্টর জানিয়েছেন যে, এই রথটি জোয়ারের ঢেউয়ে ভেসে এসেছে৷ থাইল্যান্ড, জাপান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া বা মালেশিয়া, যে কোন দেশের হতে পারে এই রথ৷ তবে পুলিশ কর্তার মতে, মায়নমারে -এ এর উৎস, কারণ সে দেশে এমন নকশার রথ তৈরি হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি আরও জানিয়েছেন যে, রথটি টিনের তৈরি, তাতে সোনালি রং করা হয়েছে৷ দেখে মনে হবে যেন আস্ত এরটি মন্দির, যাতে চাকা লাগানো হয়েছে৷ যদিও এই রথের ভিতর কিছু ছিল না বলে তাঁর দাবি৷ তবে এটিকে একেবারে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না৷ কোনও কুমতলবে এই রথ ভারতের সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে কিনা, তার দিকেও নজর রাখা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Golden Chariot: সমুদ্রের মাঝে ভেসে ওঠা 'সোনার রথ' আসলে কী? ভিডিও দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল