যশবন্ত সিনহা এ দিন মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, শরদ পাওয়ারের মতো বিরোধী শিবিরের নেতারা৷ তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
যশবন্ত সিনহা মনোনয়ন জমা দেওয়ার কিছুক্ষণ আগেই টিআরএস-এর কার্যনির্বাহী সভাপতি এবং মন্ত্রী কে টি রামা রাও ট্যুইট করে দলের সিদ্ধান্তের কথা জানান৷ দলের সাংসদদের সঙ্গে কে টি রামা রাও নিজেও মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন৷
advertisement
আরও পড়ুন: নজরে আদিবাসী প্রধান রাজ্য! ১ জুলাই থেকে প্রচারে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু
রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরাই বিরোধীদের মূল উদ্দেশ্য৷ কিন্তু টিআরএস কী অবস্থান নেয়, তা নিয়ে বিরোধী শিবিরেই সংশয় ছিল৷ শেষ পর্যন্ত টিআরএস যশবন্ত সিনহাকে সমর্থন করায় বিরোধী শিবিরেও স্বস্তি ফিরল৷
এর আগে দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে অংশ নেননি কেসিআর৷ কংগ্রেসকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো নিয়েই মূল আপত্তি ছিল টিআরএস প্রধানের৷ তবে বৈঠকে অংশ না নিলেও যশবন্ত সিনহাকেই সমর্থনের সিদ্ধান্ত নিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷