TRENDING:

Tripura Vote| ত্রিপুরায় ভোট প্রচারের শেষ সপ্তাহে ঘরে ঘরে তৃণমূলের তারকারা

Last Updated:

Tripura Vote| প্রচার সারলেন জুন-সোহম-সায়ন্তিকা-সায়নী। প্রচারে থাকবেন দেব ও বাবুল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: ভোটের বাকি আর সাত দিন। প্রচারের শেষ লগ্নে তারকা বিধায়ক ও নেতা-নেত্রীদের নিয়ে ত্রিপুরায় প্রচারে ঝড় তুলল তৃণমূল। পুরভোটের প্রচারে ঝড় তুলতে এবার বাংলা থেকে একঝাঁক তারকাকে ত্রিপুরায়  তৃণমূল কংগ্রেস নিয়ে এল ৷ এই  তালিকায় সাংসদ দেব থেকে শুরু করে বিধায়ক সোহম চক্রবর্তী, জুন মালিয়ারা যেমন রয়েছেন, সেরকমই রয়েছেন সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়রা৷
ত্রিপুরায় তারকা প্রচার চালাচ্ছে তৃণমূল।
ত্রিপুরায় তারকা প্রচার চালাচ্ছে তৃণমূল।
advertisement

আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট৷ তার আগে প্রচারের শেষবেলায় ঝড় তুলতে তারকাদের হাজির করিয়ে বড় চমক দিতে চাইছে ঘাসফুল শিবির৷ ইতিমধ্যেই ধাপে ধাপে ত্রিপুরায় পৌঁছচ্ছেন দলের একাধিক তারকা নেতা, বিধায়ক, সাংসদরা৷ তৃণমূলের প্রচার সূচি অনুযায়ী, প্রতিদিনই আগরতলায় পৌঁছচ্ছেন দলের কোনও না কোনও তারকা নেতা, নেত্রীরা৷ সেই তালিকায় নাম রয়েছে জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষরা৷

advertisement

আরও পড়ুন-বিধায়ক বা প্রাক্তন মন্ত্রী পরিচয়ের আগে মদন মিত্র এখন রোমান্টিক শিল্পী!

আগামী ২৩ নভেম্বর ত্রিপুরায় প্রচার সারবেন অভিনেতা সাংসদ দেব৷ এ ছাড়াও ত্রিপুরায় যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী ২০ তারিখ তিনি সভা করবেন আগরতলাতে। ত্রিপুরায় পুরভোটে বড় পরীক্ষা তৃণমূল কংগ্রেসের৷ বিধানসভা নির্বাচনের আগে পুরভোটেই নিজেদের শক্তি ঝালিয়ে নিতে পারবে তারা৷

advertisement

ইতিমধ্যেই সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ দলের এক ঝাঁক নেতাকে ত্রিপুরায় পুরভোটের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে৷পাশাপাশি, বাংলার বেশ কয়েকজন বিধায়ককেও বিভিন্ন পুর এলাকার প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ সেই সঙ্গেই ত্রিপুরার বাঙালিদের মন জয়ে এবার দলের তারকা নেতা, নেত্রীদের ত্রিপুরায় উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷

advertisement

আরও পড়ুন-ফিচ রেটিংসেও স্বীকৃতি, করোনা ধাক্কা সামলে মোদি সরকারের নেতৃত্বে তীব্র গতিতে এগোচ্ছে দেশের অর্থনীতি!

তৃণমূলে তারকা নেতা নেত্রীদের তালিকা যথেষ্ট লম্বা৷ ফলে সেই সুবিধেকেই ত্রিপুরার পুরভোটে ব্যবহার করতে চাইছে তারা৷ প্রতিদিন সকাল-সন্ধ্যায় ডোর টু ডোর সারছেন জুন মালিয়া-সোহম চক্রবর্তী। আগরতলার পুর নিগমের একাধিক ওয়ার্ড আছে যেখানে তৃণমূলের ভালো ফলের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। সেখানেই ঘরে ঘরে গিয়ে প্রচার সারছেন তৃণমূলের তারকা বিধায়ক, নেত্রীরা।

advertisement

তৃণমূলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, " গত কয়েক মাস ধরে ধীরে ধীরে সংগঠন যেটা তৈরি করা হয়েছে তার সুফল মিলবে। মানুষ তৃণমূল সম্পর্কে অবহিত। তাদের সামনে তারকা প্রচারকরা যাওয়ায় আমাদের আবেদনে সুবিধা মিলছে।"

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

এর পাশাপাশি দেব-জুন-সোহম-সায়নী-সায়ন্তিকা-বাবুল সকলেই পরিচিত মুখ। ফলে তাদের দিয়ে প্রচার হওয়ায় বাড়তি সুবিধা মিলছে তৃণমূলের। তৃণমূলের যা কৌশল, তাতে পুরভোটের প্রচারের শেষ লগ্নে ত্রিপুরায় রীতিমতো ঝড় তুলতে চাইছে তৃণমূল৷ কারণ ২২ নভেম্বর আগরতলা পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার ঠিক পরের দিন ২৩ নভেম্বর আগরতলায় থাকবেন অভিনেতা, সাংসদ দেব৷ দেবের মতো তারকাকে ত্রিপুরায় প্রচারে ব্যবহার করলে যে তার সুফল ভোট বাক্সে পড়বে, সে বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Vote| ত্রিপুরায় ভোট প্রচারের শেষ সপ্তাহে ঘরে ঘরে তৃণমূলের তারকারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল