এই অবস্থায় এবার পঞ্চায়েত রাজ্য ব্যবস্থায় অনন্য কাজের স্বীকৃতি স্বরূপ 'নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সততা বিকাশ পুরস্কার' পাচ্ছে কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি। এর পাশাপাশি স্পেশাল কার্বন নিউট্রাল পঞ্চায়েত সম্মানে ভূষিত করা হচ্ছে দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার রূপাইছড়ি আরডি ব্লকের অধীন বাগমারা গ্রাম কমিটিকে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
advertisement
আরও পড়ুন- জলের মতো কেবলই পয়সা খরচ হবে, এই কয়েক রাশির জন্য তৈরি হচ্ছে দুর্ভোগের কারণ!
রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবসে নয়াদিল্লিতে সংশ্লিষ্ট দফতরকে এই পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। ওইদিন পুরস্কার বাবদ কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটিকে ১.৫০ কোটি টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পুরস্কারগুলি রাজ্যের আপামর জনসাধারণের সার্বিক বিকাশে রাজ্য সরকারের প্রতিশ্রুতি প্রদানের অন্যতম নিদর্শন। এই গৌরবময় সম্মান অর্জনের জন্য রাজ্যের পঞ্চায়েত দফতরের পাশাপাশি সমস্ত পঞ্চায়েত প্রতিনিধিদের অভিনন্দন জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- গল্প নয়, নিখাদ সত্যি! দু’বার বরফাবৃত পৃথিবীতে বেঁচেছিল প্রাণ, বলছে সাম্প্রতিক গবেষণা
প্রসঙ্গত, উল্লেখ্য বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সময়কালে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জল জীবন মিশনে এসেছে শ্রেষ্ঠত্বের শিরোপা। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর) প্রকল্পে দেশের ছোট শহরগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে আগরতলা শহর।বিধানসভা ভোটের প্রচারে মাণিক সাহা উল্লেখ করেছিলেন, শুধু শহরাঞ্চলে নয়, গ্রামের বিভিন্ন প্রান্তেও বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেওয়া হবে। পঞ্চায়েত এলাকায় পানীয় জল-রাস্তা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বেশি করে কাজ করতে চায় সরকার।