বাংলায় বিধানসভা নির্বাচনে প্রচারে অমিত শাহের (Amit Shah) সঙ্গে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের (Abhishek Banerjee) কথার লড়াই রীতিমতো জমে উঠেছিল৷ শেষ হাসি অবশ্য হেসেছিলেন অভিষেকই৷ তার পর তাঁকে আরও বড় দায়িত্ব দিয়েছে দল৷ এবার বিজেপি-র হাত থেকে ত্রিপুরা ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক৷ পুরসভা নির্বাচনে ত্রিপুরায় প্রথম বড় পরীক্ষা তৃণমূলের৷ তাই সর্বশক্তি দিয়ে সেখানে ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির৷
advertisement
আরও পড়ুন: সিঙ্গুরের মতো জোর খাটানো হবে না ডেউচা পাচামিতে, বিধানসভায় ঘোষণা মমতার
ইতিমধ্যেই বেশ কয়েকবার ত্রিপুরায় গিয়েছেন অভিষেক৷ আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট৷ তৃণমূল সূত্রে খবর, পুরভোটের শেষ লগ্নের প্রচারে ত্রিপুরাতেই থাকতে চান অভিষেক৷ সম্ভবত আগামী ২২ নভেম্বর ত্রিপুরা পৌঁছবেন তিনি৷ তবে অভিষেক কবে, কোথায় সভা করবেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনও সূচি তৃণমূলের তরফে জানানো হয়নি৷
সূত্রের খবর, পুরভোটের প্রচারে আগামী ২১ নভেম্বর আগরতলা যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তার পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আগরতলায় পৌঁছনোর কথা৷ ফলে পুরভোটের প্রচারের শেষ লগ্নে অমিত শাহ এবং অভিষেকের উপস্থিতিতে তপ্ত হয়ে উঠতে পারে ত্রিপুরার রাজনীতি৷
আরও পড়ুন: আগরতলা পুর নির্বাচনে সব আসনেই লড়বে তৃণমূল কংগ্রেস
ইতিমধ্যেই দলের একাধিক নেতাকে পুরভোটের দায়িত্ব দিয়ে ত্রিপুুরায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস৷ সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো নেতা, নেত্রীরা ত্রিপুরাতেই রয়েছেন৷ কুণাল ঘোষ, শান্তনু সেনদেরও কলকাতা থেকে পাঠানো হচ্ছে৷ পাশাপাশি, জেলা স্তরের বেশ কয়েকজন নেতা এবং বিধায়ককেও ইতিমধ্যেই ত্রিপুরার বিভিন্ন প্রান্তের ভোটের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে৷ পুরভোটে যে কোনও মূল্যে ভাল ফল করে ত্রিপুরায় নিজেদের পায়ের তলার মাটি আরও শক্ত করে নিতে চাইছে তৃণমূল৷