রঞ্জিত জানিয়েছেন,প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মার সিদ্ধান্ত অনুযায়ীই তিনি এই ঘোষণা করলেন। শুধু তাই নয়, জানা গিয়েছে, বিজেপির সাংসদ কৃতী দেববর্মণও ইস্তফা দেবেন সাংসদ পদ থেকে।
২০২৩ সালে বিধানসভা নির্বাচনে ৬০ আসনের বিধানসভায় বিজেপি পেয়েছিল ৩৩ আসন, তিপ্রামোথা পায় ১৩ আসন, আইপিএফটি পায় ১ আসন। সেই বারের নির্বাচনে বাম কংগ্রেস জোট পেয়েছিল ১৩ আসন।
advertisement
আরও পড়ুন: ১২ হাজার টাকা মাস মাইনের চাকরি…আর সেটা করতে গিয়েই ফেঁসে গিয়েছেন …আদালতে সওয়াল
নির্বাচন পরবর্তী সময়ে সরকার গড়ার সময় বিজেপির সাথে জোটে আসে তিপ্রামোথা। কিন্তু, তার পরে অনেক কিছু ঘটেছে। রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকে উভয়ের মধ্যে। বর্তমানে পরিস্থিতি বেশ তিক্তই। সেই তিক্ততার রেশ ধরেই শনিবার এভাবে বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করল তিপ্রামোথা। তবে, এর জেরে সরকার ধরে রাখতে কোনও অসুবিধা হওয়ার কথা নয় বিজেপির।