মণিপুর পরিস্থিতি নিয়ে খোঁচা দিতে ছাড়ছেন না বিরোধীরা। এই অবস্থায়, প্রশাসনিক কাজের অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও সাক্ষাত করে কথা বলেন মানিক সাহা। জেনে নেন তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়ে। সেই সঙ্গে প্রশাসনের আধিকারিকদের বিভিন্ন নির্দেশ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – Viral Video: বাহ বেশ দারুণ তো, শপিং মলে ছেলে-বউয়ের সঙ্গে জমিয়ে বাজার মেসির, ভাইরাল ভিডিও
advertisement
দক্ষিণ জেলার সাতচাঁদ ব্লকের সিন্ধুকপাথর ভিলেজের ছাগরাপাড়ায় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যান তিনি৷ সেখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে জনজাতি অংশের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন ডা: সাহা। বিভিন্ন বিষয়ে কথা বলেন তাঁদের সঙ্গে। রাজ্যের বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যে তাঁদের পাশে রয়েছে সে সম্পর্কে আশ্বস্ত করেন।
আরও পড়ুন – Kolkata Premiere League Trophy: ঠিক যেন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো ঝকঝকে, নতুন ট্রফি কলকাতা লিগে
এর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ পাওয়া সুবিধাভোগীদের ঘরও দেখতে যান মুখ্যমন্ত্রী৷ সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, স্বপ্না মজুমদার, মুখ্যমন্ত্রী দফতরের সচিব পি কে চক্রবর্তী, দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ, জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং, সাতচাঁদ ব্লকের আধিকারিক অনুপম দাস সহ অন্যান্যরা।
রাজনৈতিক মহলের মতে, ২০২৪ লোকসভা ভোটে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে জনজাতি ভোট ফ্যাক্টর। এই অবস্থায় সেই ভোট হাতছাড়া করতে রাজি নয় বিজেপি৷ তাই এখন থেকেই তারা যেন সমস্ত ধরণের সুবিধা পায় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।।
Abir Ghosal