এই সরকার প্রতিটি মানুষের চিন্তাভাবনা, ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে সম্মান করে। ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে কোন ধরণের আপোস করবে না সরকার। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে, মুখ্যমন্ত্রী বলেন, এবিষয়টি নিয়ে এরআগেও একাধিক বার বিস্তারিত আলোচনা হয়েছিল। আমরা বলেছি যে রোমান স্ক্রিপ্ট কেন এবং কেন দেবনাগরী স্ক্রিপ্ট নয়? তাই এনিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ নিয়ে আন্দোলনও করা হয়েছে এবং কিছু নেতৃত্ব আমার সাথে মিলিত হয়েছিলেন।
advertisement
আরও পড়ুন- আর এক ঘণ্টাও নেই! ভয়াবহ দুর্যোগ ঘনাচ্ছে বাংলায়…! ঝড়-বৃষ্টিতে তথনচ হবে কোন কোন জেলা?
খাওয়ার পর মুখে রেখে দিন এক টুকরো মশলা…তাতেই ‘খেল’ খতম! ‘ন্যাচারাল’ টোটকায় জব্দ হাজার সমস্যা!
দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে এই স্ক্রিপ্ট ইস্যুটিও অন্তর্ভুক্ত ছিল। আমাদের অবশ্যই বিষয়টি নিয়ে বিবেচনা করতে হবে। আমরা এবিষয়টি অবশ্য সমাধান করবো। ককবরক স্ক্রিপ্টের ক্ষেত্রে ইন্ডিজেনাস হলেও আমাদের আপত্তি নেই। প্রসঙ্গত ককবরক ভাষায় রোমান হরফের দাবি নিয়ে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের অবরোধ আন্দোলন পালন করছে তিপ্রা মথার ছাত্র সংগঠন টিএসএফ।
ত্রিপুরার বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক, স্থানীয় সড়ক অবরোধের পাশাপাশি আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করছে টিএসএফ। তাদের আন্দোলনে সামিল হলেন তিপ্রা মথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মাও।
ডাঃ সাহা জোর দিয়ে বলেছেন, “বর্তমান সরকার সমাধানের সরকার। সমস্ত সম্প্রদায়ের ঐতিহ্য এবং ভাষাকে সম্মান করে এই সরকার। এনিয়ে আমরা একটি চূড়ান্ত সমাধান করতে চাই। এই বছর সিবিএসই পরীক্ষায় প্রায় ১,৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৩৩৯ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।
এর মধ্যে ৭৩ জন অংশ নেয়নি। যদি ইনভিজিলেটর ঠিক ভাবে বুঝাতে পারেন তবে পরীক্ষার্থীর কোনও সমস্যা হওয়ার কথা নয়। আমরা ছাত্রছাত্রীদের এবং তাদের ভবিষ্যতের সাথে কোনও আপোস করব না। তারা যাতে কোনও সমস্যার মুখোমুখি না হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব।”