TRENDING:

Tripura।। BJP: জিততে হবে সব আসনেই! বিধানসভা নির্বাচনের আগে দলীয় বৈঠকে কড়া বার্তা মানিক সাহার

Last Updated:

সব কটি জয়ের আসনে লক্ষ্য নিলেও, জনজাতি এলাকায় ভোটের প্রচার যে বেশ কঠিন, তা অভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছে সে কথাও৷ দ্বিতীয়ত, নির্দল কাঁটা সরিয়ে প্রচার চালানো আরও একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন তাঁরা৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ত্রিপুরা: একদিকে তিপ্রামোথার চাপ। অন্যদিকে, বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলেরই একাধিক পুরনো মুখ। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে খানিক চিন্তাতেই রয়েছে ত্রিপুরার শাসকদল বিজেপি৷ এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের একাধিক ইস্যু থেকে শুরু করে রাজনৈতিক কৌশল, সব কিছু নিয়েই আলোচনা করতে বিশেষ বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা৷
advertisement

দলীয় সূত্রে খবর, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রদেশ নির্বাচনী কার্যালয়ে বিজেপির প্রার্থীদের নিয়ে বৈঠক করেন ত্রিপুরার বিজেপি নেতৃত্ব। সেখানেই দলীয় প্রার্থীদের সবকটি আসনের জয় সুনিশ্চিত করতে কড়া বার্তা দেন মানিক। নেওয়া হয় একগুচ্ছ পরিকল্পনা। মানিক সাহা দৃঢ়ভাবে বলেন, "এবারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৫০-এর‌ বেশি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই বিজেপি দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে।"

advertisement

আরও পডুন: মুখ্যমন্ত্রী তো দিয়েছেন, কিন্তু তিনি নেবেন কি? Z প্লাস নিরাপত্তা পেয়ে মহা ফাঁপরে অমর্ত্য সেন

গত বুধবার আগরতলায় প্রদেশ নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী রূপরেখা ও কার্যপ্রণালী শীর্ষক এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত ৫৫টি আসনের প্রার্থীরা। প্রত্যেকের নির্বাচনী কেন্দ্রে কী কী খামতি রয়েছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সেই বৈঠকে। কোন কেন্দ্রে কী ধরনের প্রচার করা হবে, তার রূপরেখা তৈরি করে দেওয়া হয় এখানে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কোন দিকগুলো ভোটারদের কাছে নিয়ে যেতে হবে, তাও উল্লেখ করে দেন নেতৃত্ব। বলে দেওয়া হয়, বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে কীভাবে টক্কর দেবেন বিজেপি প্রার্থীরা।

advertisement

আরও পড়ুন: 'আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা', বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিশ্বভারতী কর্তৃপক্ষের

আগামী ৩ ফেব্রুয়ারি ত্রিপুরায় যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই কর্মসূচি নিয়েও এই বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকে মানিক ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য প্রভারী ডঃ মহেশ শর্মা, নির্বাচনী প্রভারী ডঃ মহেন্দ্র সিং, দলের উত্তর-পূর্ব রাজ্যের কোর্ডিনেটের সম্বিত পাত্রা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রমুখ।

advertisement

সব কটি জয়ের আসনে লক্ষ্য নিলেও, জনজাতি এলাকায় ভোটের প্রচার যে বেশ কঠিন, তা অভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছে সে কথাও৷ দ্বিতীয়ত, নির্দল কাঁটা সরিয়ে প্রচার চালানো আরও একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন তাঁরা৷

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura।। BJP: জিততে হবে সব আসনেই! বিধানসভা নির্বাচনের আগে দলীয় বৈঠকে কড়া বার্তা মানিক সাহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল