যতই আসুক বিপদ মোদের, আমরা বলব সকলকে ভোট দেওয়ার জন্য। তাতে জবাব দেওয়া যাবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্জূন নমঃশূদ্র। তৃণমূল কংগ্রেস শিবিরের অভিযোগ, ভোট শুরুর, কিছু ঘন্টা আগে, তাদের তথ্য অনুযায়ী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্জুন নমশূদ্রর ওপর ৩০০ বিজেপি আশ্রিত বাইক বাহিনী চড়াও হয়। পরিস্থিতির চাপে পড়ে তাকে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী দীপক দাসের বাড়িতে আশ্রয় নিতে হয়। তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ, কিছুক্ষণ আগে কয়েক রাউন্ড গুলি চলে এবং বামনছরা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন: ত্রিপুরায় আজ চার কেন্দ্রে ২২ প্রার্থীর লড়াই
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্জুন নমশূদ্র বলেছেন, "আমি সকল সুরমা বিধানসভা কেন্দ্রের ভোটারদের বলছি, ওদের আতঙ্কে আপনারা ভয় পাবেন না, ভয় দেখালে আপনারা পিছুপা হবেন না। আমি আপনাদের অনুরোধ করছি, ওদের ভোট বাক্সের মাধ্যমে শিক্ষা দিন। আমরা ভয় পাই না। আমরা তৃণমূল কংগ্রেস করি।" তিনি আরও বলেন, কমলপুরে বিজেপি গুন্ডারা তার গাড়ি ঘেরাও করে এবং যখন তিনি তৃণমূল কর্মী দীপক দাসের বাড়িতে আশ্রয় নিতে যাই তখনও বাড়ির ওপর চড়াও হয়। ওরা মানুষকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হচ্ছে। সব জায়গায় কমিশন ও পুলিশের নজরদারি রয়েছে।
ABIR GHOSHAL