TRENDING:

Tripura Assembly Election: লক্ষ্য ২৮ আসন, তৃণমূলের বিরাট পরিকল্পনা! বড় যোগদানের ইঙ্গিত

Last Updated:

Tripura Assembly Election: তৃণমূল কংগ্রেসের দাবি, প্রচার পর্বে কদমতলা কুর্তি বিধানসভায় ১০০টি পরিবারের ৩২৫ জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: ত্রিপুরা বিধানসভা ভোটের ২৮ আসনেই লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই ২৮ আসনের লড়াইয়ে একাধিক বিধানসভা কেন্দ্রে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বাড়ি বাড়ি গিয়েও প্রচার চালাচ্ছেন ভোট প্রার্থী ও নেতারা।
advertisement

তৃণমূল কংগ্রেসের দাবি, প্রচার পর্বে কদমতলা কুর্তি বিধানসভায় ১০০টি পরিবারের ৩২৫ জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দলের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং অভিষেক বন্দোপাধ্যায়ের সেনাপতিত্বকে অনুসরণ করে, কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে ১০০টি পরিবারের ৩২৫ জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।" এই সভায় উপস্থিত ছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা কদমতলা কুর্তি বিধানসভার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী আবদুল হাসিম তালুকদার। স্বচ্ছ ও সুস্থ সরকার গঠনে মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন এবং আগামীদিনে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে আরো শক্তিশালী দল হিসেবে হয়ে উঠবে, বলে জানিয়েছেন প্রার্থী আবদুল হাসিম তালুকদার।

advertisement

আরও পড়ুন: ৯ বছর পর জামিন ৩ CPIM নেতার, নতুন করে শিরোনামে নেতাই কাণ্ড!

অন্যদিকে, সোনামুড়ায় একাধিক ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচার চলছে।  ঠাকুরমুড়া ওয়ার্ড নং ১,২ সোনামুরায় তৃণমূল কংগ্রেসের প্রচার করা হয়। প্রচারে উপস্থিত ছিলেন, সোনামুড়া তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী,  নীল কমল সাহা, জেলা কমিটি সদস্য শ্রী আশিক ইকবাল আহমেদ, জেলা যুব সভাপতি শ্রী জসীমউদ্দীন, রাজ্য কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন-সহ দলের অন্যান্য সদস্যরা। প্রার্থী নীল কমল সাহা জানিয়েছেন, " "ত্রিপুরার জন্য তৃণমূল"-এর এই প্রচারে জনগণের দুয়ারে দুয়ারে তাঁদের অবস্থার কথা শোনেন। জনগণের সকল প্রকার সহায়তায় পেতে আমরা তৎপর। জনগণের থেকে সাড়া পাওয়া যায়। সন্ত্রাসের হাত থেকে মুক্তি পাওয়ার ও নিজেদের অধিকার আদায়ের দাবীতে মানুষ সোচ্চার।"

advertisement

আরও পড়ুন: সেজে উঠল থানা, ভিতরেই বিয়ের আসর! কী এমন ঘটল মথুরাপুরে, শুনলে চমকে উঠবেন

অন্যদিকে, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে, বিজেপি মুক্ত সরকার গড়তে "ত্রিপুরার জন্য তৃণমূল" এই প্রচারে কালীতলা, তেলিয়ামুরা অঞ্চলে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, রবি চৌধুরী জনগণের দুয়ারে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের সমস্যার কথা শোনেন, এবং সন্ত্রাস মুক্ত সরকার গড়া তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য সেই কথা জানান। এ বিষয়ে তিনি জণগণের আশীর্বাদ কামনা করেন। তিনি আরো বলেন, জনগণ বিজেপির থেকে মুক্তি চাইছেন। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে আছে। এছাড়াও জণগণের  সকল প্রকার হিত কর্মে তৃণমূল কংগ্রেস সর্বদাই প্রস্তুত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election: লক্ষ্য ২৮ আসন, তৃণমূলের বিরাট পরিকল্পনা! বড় যোগদানের ইঙ্গিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল