তিনি জানিয়েছেন, "ভোটের ফলাফল ঘোষণার পরে তিপ্রামোথার রাজনৈতিক সন্ত্রাসে আক্রান্ত হয়ে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা শ্রী পঙ্কজ দেবনাথ এবং শ্রী নারায়ণ দেবনাথ।আজ হাসপাতালে গিয়ে তাঁদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যাবতীয় খোঁজখবর নিই এবং সব ধরনের সাহায্যের আশ্বাস প্রদান করি।আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। শান্তিপূর্ণ পরিবেশ এবং আইন-শৃঙ্খলা ভঙ্গ করার যে কোন অপপ্রয়াসকে শক্ত হাতে মোকাবিলা করবে প্রশাসন।শান্তিপূর্ণ নির্বাচন শেষে ফলাফলে সম্পূর্ণ ভাবে গনবর্জিত হয়েও রাজ্যজুড়ে বামপন্থী ও তিপরা মথার হিংসাত্মক কর্মকান্ড বন্ধ নেই।আজ জিবি ট্রমা সেন্টারে রাজনৈতিক আক্রমনে আক্রান্ত ভারতীয় জনতা পার্টির নির্ভীক কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করি। আগামীদিনে এধরনের আক্রমণ কিছুতেই বরদাস্ত করা হবে না।"
advertisement
অন্যদিকে পাল্টা অভিযোগ তোলা হচ্ছে বিরোধীদের তরফে, এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, নির্বাচনের ফলাফলের পর মুহূর্তেই নিজেদের মুখোশ উন্মোচন করেছে ত্রিপুরার বিজেপি সরকার।
বিরোধীদলের উপর মুহুর্মুহু চলছে নৃশংস অত্যাচার, জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি। মানবাধিকার কমিশন থেকে সিবিআই এখন ঠুঁটো হয়ে বসে আছে। নিশ্চুপ রাজ্য প্রশাসনও।
বামেদের তরফে জানানো হয়েছে, "অবিলম্বে প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক৷ বিক্ষিপ্ত ভাবে একাধিক জায়গায় অশান্তি হচ্ছে। বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে৷ এগুলো বন্ধ করা হোক।" কংগ্রেসের অভিযোগ, "যেখানে যেখানে বিজেপি হেরে গিয়েছে সেখানেই তারা এই অশান্তি করছে। বেছে বেছে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে।" যদিও শাসকদলের তরফে তীব্র আক্রমণ শানানো হচ্ছে তিপ্রামোথার বিরুদ্ধে। বিভিন্ন গ্রামে তারা আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ। যদিও তিপ্রামোথার তরফে এই সব অভিযোগ অস্বীকার করা হয়েছে৷