Sagardighi Bypoll 2023: একুশে তিন নম্বরে, তেইশে একলাফে প্রথম ! কোন অঙ্কে সাগরদিঘি বাজিমাত কংগ্রেসের? শুরু জোর চর্চা
- Published by:Siddhartha Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
পঞ্চায়েত এবং লোকসভা ভোটের আগে অক্সিজেন পেল কংগ্রেস। মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিধানসভায় পা রাখতে চলেছে কংগ্রেস। একুশে তিন নম্বরে। তেইশে একলাফে প্রথম। বিজেপি এবং তৃণমূলকে পিছনে ফেলে, ২৯ শতাংশ ভোট বাড়িয়ে সাগরদিঘি জয় কংগ্রেসের। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্য, ‘‘বামেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। বিজেপিরও কিছু লোক ভেবেছেন কংগ্রেস বেস্ট অপশন। কংগ্রেসকে ভোট দেওয়া উচিত।’’
যদিও শাসক দল বলছে, ‘সাগরদিঘিতে অনৈতিক জোট হয়েছিল'। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির ফলাফলের পর বলেছিলেন, ‘‘ ইমমরাল অ্যালায়েন্স সাগরদিঘিতে। তলে তলে যোগাযোগ হয়েছে। সিপিএম-কংগ্রেস-বিজেপির এই জোট ধ্বংস করবই। এটা চ্যালেঞ্জ।’’ একুশের ভোটে তৃণমূলের বড় জয়। তেইশের উপনির্বাচনে সাগরদিঘি কংগ্রেসের হাতে। একুশের বিধানসভা ভোটে সাগরদিঘিতে জয়ী হন তৃণমূলের সুব্রত সাহা। তাঁর মৃত্যুতেই উপনির্বাচন। একুশে বিজেপিকে তৃণমূল হারায় ৫০ হাজার ২০৬ ভোটে। এবার কংগ্রেস জিতল ২২ হাজার ৯৮০ ভোটে। তিন নম্বর থেকে একেবারে এক নম্বরে উঠে এল কংগ্রেস।
advertisement
advertisement
একুশের নির্বাচনে সাগরদিঘিতে তৃণমূল পায় প্রায় ৫১ শতাংশ ভোট। এবার তা কমে ৩৫ শতাংশ। শাসক দলের ভোট কমেছে প্রায় ১৬ শতাংশ। একুশে দু’নম্বরে ছিলেন বিজেপির প্রার্থী। ভোট পান প্রায় ২৪ শতাংশ। এবার তা কমে ১৪ শতাংশ। অর্থাৎ বিজেপির ভোট কমেছে প্রায় ১০ শতাংশ। একুশের ভোটে কংগ্রেস ছিল তিন নম্বরে। ভোট পেয়েছিল প্রায় উনিশ শতাংশ। সেখান থেকে এবার সাতচল্লিশ শতাংশ। অর্থাৎ, এক ধাক্কায় কংগ্রেসের ভোট বেড়েছে প্রায় ২৮ শতাংশ। এই ফল দেখে অনেকেরই মত, তৃণমূল ও বিজেপির মিলিত ভাবে কমে যাওয়া ২৬ শতাংশ ভোট গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। তার জোরেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয়।
advertisement
অধীর চৌধুরীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘বিজেপিরও কিছু লোক ভেবেছেন কংগ্রেস বেস্ট অপশন। তাই কংগ্রেসকে ভোট দিয়েছেন।’’ সাগরদিঘিতে সংখ্যালঘু ভোট প্রায় ৬৫ শতাংশ। এরকম জেলায় একমাত্র কংগ্রেসই সংখ্যালঘু মুখকে প্রার্থী করে। অনেকের মতে, ‘‘সংখ্যালঘুদের মন জয়ে কংগ্রেসের সংখ্যালঘু মুখকে প্রার্থী করাই কাজে দিয়েছে।’’ এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘‘সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নয়। সংখ্যালঘুদের ধোকা দেওয়া হয়েছে। বেইমানি করা হয়েছে। তাই সংখ্যালঘু ভোট মুখ ফেরাচ্ছে তৃণমূল থেকে।’’
advertisement
এবার সাগরদিঘিতে বিজেপি তিন নম্বরে। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই উপনির্বাচনে বিজেপিকে সেভাবে ঝাঁপাতেই দেখা যায়নি মেরুকরণের তাসও খেলেনি। অনেকের মতে, বিজেপি মেরুকরণের তাস খেললে তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্ক আরও সুসংহত হয়। কিন্তু, বিজেপি সাগরদিঘিতে মেরুকরণের পথে না হেঁটে উল্টে মুসলিমদেরই বার্তা দিয়েছিল এই বলে যে, সিএএ-এনআরসি নিয়ে ভয়ের কিছু নেই। সাগরদিঘিতে হিন্দু ভোট প্রায় ৩৫ শতাংশ। অনেকেই বলছেন, ‘‘কংগ্রেস যেমন তৃণমূলের মুসলিম ভোটের একটা অংশ পেয়েছে, তেমনই পেয়েছে বিজেপির হিন্দু ভোটও। এ ছাড়া বামেদের ভোটের পুরোটাই গিয়েছে কংগ্রেসে। আর সে কারণেই সাগরদিঘিতে সবাইকে চমকে দিয়ে বাজিমাত করল কংগ্রেস।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 8:51 AM IST