TRENDING:

Tripura assembly election: ৮১ শতাংশ পার, ত্রিপুরাবাসীর স্বতঃস্ফূর্ত ভোটদানে বিজেপি-র চিন্তা বাড়বে? অপেক্ষা ২ মার্চের

Last Updated:

পরিসংখ্যান বলছে, পাঁচ বছর আগে ২০১৮ সালে ত্রিপুরায় ভোটদানের হার ছিল ৯১ শতাংশের বেশি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরপাড়া: ২০১৮-র পুনরাবৃত্তি ২০২৩-এ৷ নির্বাচন কমিশনের তথ্য বলছে, বিকেল চারটে পর্যন্ত ত্রিপুরায় ভোট দানের হার প্রায় ৮১ শতাংশ ছুঁয়েছে৷ সরকারি ভাবে বিকেল চারটেয় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। কিন্তু চারটের পরেও বহু ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লাইন চোখে পড়েছে। ফলে শেষ পর্যন্ত ভোট দানের হার আরও বাড়ার কথা৷
ত্রিপুরায় ভোটদানে বিপুল সাড়া।
ত্রিপুরায় ভোটদানে বিপুল সাড়া।
advertisement

পরিসংখ্যান বলছে, পাঁচ বছর আগে ২০১৮ সালে ত্রিপুরায় ভোটদানের হার ছিল ৯১ শতাংশের বেশি৷ এবারের ভোটদানের হার গতবারের হারকে ছুঁতে বা ছাপিয়ে যায় কি না, সেটাই দেখার। ২০১৮-তে ফল বেরোতে দেখা গিয়েছিল, ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ বিপুল ভোট দানের হার অধিকাংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠান বিরোধিতার দিকে যায় বলে মত দেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ যা ক্ষমতা বদলের বড় ইঙ্গিত৷ ফলে ত্রিপুরার ক্ষেত্রে কী হয়, বিপুল ভোটদানের হার আসলে মানিক সাহা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের ইঙ্গিত নাকি বিজেপি-র দাবি মতো সরকারের উন্নয়ন কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ, তা জানা যাবে আগামী ২ মার্চ৷

advertisement

আরও পড়ুন: মোদির মাথায় 'রিশা'! ত্রিপুরা বিধানসভা ভোটের দিনই 'বিশেষ' পাগড়িতে প্রধানমন্ত্রী! নেপথ্যে বড় কারণ...

এ দিন সকালেই ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার যুবসমাজকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছিলেন৷ পাল্টা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবি করেছিলেন, ত্রিপুরার যুবসমাজ বেরিয়ে এসে ভোট দিলেই সরকার বদল হবে৷

advertisement

ত্রিপুরায় বিজেপি সরকারের বিরুদ্ধে কর্মসংস্থান তৈরি করতে না পারা সহ একাধিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠেছে৷ তার পরেও বিজেপি-কেই এগিয়ে রাখছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ৷ কিন্তু যেভাবে মানুষ সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভিড় জমিয়েছেন, তাতে বিজেপি নেতাদের কপালেও চিন্তার ভাঁজ পড়তে বাধ্য৷ সবথেকে বড় কথা, ত্রিপুরার আদিবাসী ভোট কোন দিকে যায়, তিপরামোথা কতখানি নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে, সেদিকেও নজর রয়েছে গোটা দেশের৷ একই সঙ্গে বাম কংগ্রেস জোটও বিজেপি-কে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেটাও দেখার৷

advertisement

সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023  এখানে খবর

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura assembly election: ৮১ শতাংশ পার, ত্রিপুরাবাসীর স্বতঃস্ফূর্ত ভোটদানে বিজেপি-র চিন্তা বাড়বে? অপেক্ষা ২ মার্চের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল