TRENDING:

Tripura Assembly Election 2023: 'তারকা' প্রচারক শুভেন্দু অধিকারীর ৪ সভা, ভিনরাজ্যে বঙ্গ নেতাদের গুরুত্ব বিজেপির! 

Last Updated:

Tripura Assembly Election 2023: বিধানসভা ভোটের শেষ রবিবারে ফের ত্রিপুরা সফরে গিয়ে দলীয় প্রচার কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। ত্রিপুরায় আজ শুভেন্দু অধিকারীর চারটি জনসভা রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন। ক্ষমতা দখলের লড়াই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি প্রচারে ঝড় তুলতে বাংলার স্টার প্রচারকদের তালিকাও প্রকাশ করেছে গেরুয়া শিবির। সেই মতো বাংলা থেকে একাধিক পদ্ম নেতা পর্যায়ক্রমে ত্রিপুরা গিয়ে প্রচার কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
শুভেন্দুর আজ চার সভা
শুভেন্দুর আজ চার সভা
advertisement

আজ, বিধানসভা ভোটের শেষ রবিবারে ফের ত্রিপুরা সফরে গিয়ে দলীয় প্রচার কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। ত্রিপুরায় আজ শুভেন্দু অধিকারীর চারটি জনসভা রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব তারকা প্রচারকদের যে ৪০ জনের নামের তালিকা প্রকাশ করেছে তাতে বাংলার কয়েকজন পদ্ম নেতাও রয়েছেন, যাঁরা পর্যায়ক্রমে ত্রিপুরা গিয়ে ভোটের প্রচারে অংশ নিচ্ছেন। আজ ফের ত্রিপুরায় বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর।দলীয় প্রার্থীদের সমর্থনে বেলা একটায় বিজয় সংকল্প সভায় প্রথম কদমতলা-কুর্তিতে অংশ নেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারীর দ্বিতীয় জনসভাটি রয়েছে ধর্মনগরে।

advertisement

আরও পড়ুন: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি! বিশ্বভারতী ইস্যুতে এবার পাল্টা চিঠি অমর্ত্য সেনের

গত শুক্রবার ও মঙ্গলবার শুভেন্দু অধিকারী ত্রিপুরায় দু'টি জনসভা করেন। প্রথমটি কমালাসাগর এবং দ্বিতীয়টি তেলিয়ামুরাতে। এছাড়া কমলাসাগরেও সভা করেছেন তিনি। ত্রিপুরা নির্বাচনের প্রচারে ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজনৈতিক কর্মসূচি সেরেছেন। ঠিক সেই দিনই ত্রিপুরার মাটিতে বিজেপির মেগা প্রচার করা হয়েছিল। এদিন শুভেন্দু অধিকারী আরও দুটি সভা করবেন একটি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের হয়ে ধনপুরে। আর একটি সভা করবেন ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরীর হয়ে মজলিশপুরে৷ আজ দুটি জনসভা করবেন অমিত শাহ। রোড শো করবেন তারপরে। তবে শুভেন্দু, দিলীপ বাংলার এই দুই হেভিওয়েটের রাজনৈতিক কর্মসূচি নিয়ে সরগরম এখন ত্রিপুরা। বছর দশেক আগেও উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় বিজেপির বিশেষ অস্তিত্ব ছিল না।

advertisement

আরও পড়ুন: কখনও ঠান্ডা ভাব, কখনও ভ্যাপসা গরম! আবহাওয়ার ভয়ঙ্কর খেলা শুরু, বিরাট আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বামেদের ২৩ বছরের শাসনের অবসান ঘটায় গেরুয়া শিবির। তারপর মুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা বিপ্লব দেব। কয়েক বছরেই অবশ্য পালাবদল হয়। বর্তমানে বিজেপি নেতা মানিক সাহার হাতেই রয়েছে রাজ্যের ব্যাটন। আসন্ন বিধানসভা নির্বাচনের দায়িত্বও মানিক সাহার উপর দিয়েছে গেরুয়া শিবির। তিনি সেই দায়িত্ব পালনে কতটা সফল হন, রাজ্যের দখল ধরে রাখতে পারেন কিনা, সেটাই দেখার। তবে তার আগে ভোট প্রচার নিয়ে তেতে রয়েছে ত্রিপুরার ভোটের ময়দান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: 'তারকা' প্রচারক শুভেন্দু অধিকারীর ৪ সভা, ভিনরাজ্যে বঙ্গ নেতাদের গুরুত্ব বিজেপির! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল