প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বিপ্লব দেবের পুরনো কেন্দ্র আগরতলা শহরের বনমালীপুর। আর শহরের নাকের ডগায় থাকা আসন হেরেছেন ত্রিপুরার বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ওই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের গোপাল রায়। গোপাল রায় ২০০৩ সাল থেকে ২০১৩ পর্যন্ত টানা তিনটি বিধানসভা ভোটে ওই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। ২০১৮ সালের ভোটে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় অবশ্য জামানত হারিয়েছিলেন গোপাল। সিপিএমকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিপ্লব দেব। যে ভোট জয়ের পর তাঁর মুখ্যমন্ত্রী হওয়া। এ বারের বিধানসভা ভোটে বনমালীপুরে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছেন গোপাল রায়। বিপ্লব দেবের বদলি প্রার্থী বিজেপির রাজীব ভট্টাচার্য পেয়েছেন ৪৫.৬ শতাংশ ভোট।তৃণমূল পেয়েছে ২ শতাংশ।এবারের বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবকে টিকিট দেয়নি দল। যদিও বিপ্লব দেব প্রচার চালিয়েছেন তাঁর পুরনো বিধানসভা কেন্দ্র বনমালীপুরে।
advertisement
যদিও এই হারের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বিপ্লব দেব৷ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন, মানুষ কোথাও পছন্দ করেনি তাই জিততে পারিনি৷ তবে আমি এলাকার মানুষের পাশে আছি। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের পাশে আছি। অন্যদিকে কংগ্রেস প্রার্থীকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন, মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য। তিনি জানিয়েছেন, আমি কংগ্রেসে দীর্ঘ সময় কাজ করেছি গোপাল রায়ের নেতৃত্বে। ওনার জয় দেখে ভালো লাগছে৷বিধানসভা ভোটে প্রার্থী না হলেও এবারে চর্চায় ছিলেন বিপ্লব দেব। বিশেষ করে ভোটের ১০ মাস আগে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ায় বিজেপির এই ভোটে সুবিধা হল বলে মত রাজনৈতিক মহলের।