নির্বাচন কমিশন, ত্রিপুরার পরিস্থিতি নজর রাখতে ৩ জন বিশেষ অবজারভারকে নিয়োগ করেছে। ভোট ঘোষণার পরেই, এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল, ত্রিপুরার মুখ্য সচিব ও পুলিশের ডিজিকে সাফ জানানো হয়েছে, পক্ষপাতিত্ব করছে এমন অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। যাতে সর্বস্তরে সমস্ত রাজনৈতিক দল বিচরণ করতে পারে সমানভাবে তাও নিশ্চিত করতে বলা হয়েছিল। ত্রিপুরার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরপরই সেরাজ্যে হিংসার ছবি উঠে আসে। এরপরই পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে ত্রিপুরার ৩ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
advertisement
আরও পড়ুন- কমার্শিয়াল উড়ানের নতুন ইতিহাস- ২৫০ এয়ারবাস আর ২২০ বোয়িং কিনে রেকর্ড গড়ছে এয়ার ইন্ডিয়া !
হিংসার সময় যথাযথ বন্দোবস্ত কেন নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলে ওই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কমিশন। নির্বাচন কমিশন ত্রিপুরার পরিস্থিতিতে নজর রাখতে ৩ জন বিশেষ অবজারভারকে নিয়োগ করেছে। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল ও মুখ্য সচিব, ডিজিকে দেওয়া নির্দেশে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল, হিংসার সময় যে অফিসারেরা যথাযথ ব্যবস্থা নেননি সেই ৩ অফিসারদের বিরুদ্ধে যেন সত্ত্বর ব্যবস্থা নেওয়া হয়। ত্রিপুরার জিরনিয়ার সাব ডিভিশনাল অফিসার এই তালিকায় ছিলেন। এ ছাড়াও রানিবাজার এলাকার ২ পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাঁদের ৩ জনকেই দায়িত্ব থেকে আপাতত সরানো হয়েছিল। উল্লেখ্য, ভোট ঘোষণার পরপরই ত্রিপুরায় একটি রাজনৈতিক সংঘর্ষ দেখা যায়। যেখানে সামনেই নির্বাচন, তার আগে রাজ্যে এমন ধরনের হিংসার ঘটনায় স্বভাবতই উদ্বেগে ছিল নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভাবেই ভোট হবে জানিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।