TRENDING:

Tripura Assembly Election 2023: একদিকে শাহ, অন্যদিকে মমতা-অভিষেক! ত্রিপুরায় আজ মেগা প্রচার লড়াই

Last Updated:

Tripura Assembly Election 2023: একই দিনে রাজ্যে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: সোমবার হেভিওয়েট প্রচার ত্রিপুরায়। একই দিনে রাজ্যে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ। আজ শান্তির বাজার ও খোয়াইয়ে জনসভা অমিত শাহের। বিকেলে আগরতলায় মিছিল করবেন অমিত শাহ। অন্যদিকে, এদিন দুপুরেই ত্রিপুরায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ
advertisement

ত্রিপুরেশ্বরী মন্দিরে আজ যাবেন মমতা-অভিষেক। মঙ্গলবার আগরতলায় রোড শো মমতা-অভিষেকের। আজ ৬ ফেব্রুয়ারি মা ত্রিপুরেশ্বরীর দর্শন করে সকলের মঙ্গলকামনায় পুজো দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ৭ ফেব্রুয়ারি আগরতলায় পদযাত্রা করবেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু করে রাজবাড়ির সামনে দিয়ে, জ্যাকসন গেট (দুর্গা বাড়ি ও তুলসিবাটি স্কুল) থেকে কামান চৌমুহনি হয়ে পোস্ট চৌমুহনি, প্যারাডাইস চৌমুহনি, বটতলা, ফায়ার সার্ভিস চৌমুহনি, খের চৌমুহনি, বিদুরকাতা চৌমুহনি ও আরএমএস চৌমুহনি হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ফিরে আসবে এই পদযাত্রা।

advertisement

দীর্ঘ ৫ বছর পরে ত্রিপুরায় আসছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বিকেলে তিনি পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে৷ এরপর আগামী সাত তারিখ একটি রোড শো করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের। তার আগে ত্রিপুরা বিধানসভা ভোটের  জন্য দলীয় ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।

advertisement

ইস্তাহারে তুলে ধরা হয়েছে মহিলাদের জন্য একাধিক প্রকল্পের কথা। তৃণমূলের বাংলা মডেল এবার ত্রিপুরায়। দলীয় ইস্তাহারে উল্লেখ রয়েছে লক্ষ্মীর ভান্ডারের। মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা, তফশিলী, উপজাতি পরিবারের মহিলাদের ১০০০ টাকা মাসে। এছাড়া ইস্তাহারে উল্লেখ প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা। এডিসি এলাকায় মহিলাদের নেতৃত্বাধীন মান্ডির প্রসঙ্গ উল্লেখ ইস্তাহারে।

advertisement

চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের আর্থিক সহায়তাও উল্লেখ ইস্তাহারে। মোট ১০'টি বিষয় উল্লেখ করা হয়েছে এই ইস্তাহারে। উল্লেখ করা হয়েছে, আগামী ৫ বছরে এমএসএমই এর সংখ্যা বাড়ানো হবে৷ স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বছরে বাড়ানো হবে। বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে ভিশন ত্রিপুরা ২০২৮ নিয়ে আসা হবে। ইস্তাহারে উল্লেখ আগামী ৫ বছরে তৈরি হবে দু'লক্ষ কর্মসংস্থান।

advertisement

এক লাখ কর্মহীন যুবকদের প্রতি  মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। বাংলার মতোই স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী প্রকল্পের উল্লেখ আছে। কৃষকবন্ধু প্রকল্প করা হবে। ২.৪ লাখ কৃষককে ১০ হাজার টাকা বার্ষিক আর্থিক সহায়তা দেওয়া হবে। আইন শৃঙ্খলা ব্যবস্থা যথাযথ রাখতে পুলিশ চেক পোস্ট বাড়ানো। মাদকের বিরুদ্ধে লড়াই বৃদ্ধি করা। এছাড়া প্রতিটি জেলায় ক্যান্সার কেয়ার ইউনিট।

আরও পড়ুন, জোরালো ভূমিকম্পে পর পর দু' বার কেঁপে উঠল তুরস্ক, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

আরও পড়ুন, সংসদে বিরোধীরা এককাট্টা, প্রতিবাদও একসঙ্গে, তবে মুলতুবি নয়, আলোচনা চায় তৃণমূল

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে শীত জমে ক্ষীর, পাওয়া যাচ্ছে গরম গরম পাটিসাপটা! মাত্র ১৫ টাকাতেই 'দিলখুশ'
আরও দেখুন

এছাড়াও ইস্তাহারে বিদ্যুৎ, সড়কের নানা কথা উল্লেখ হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বাংলার শিল্প মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, আমাদের আসল লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠিত করা৷ বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, "বাংলা মডেল সফল হয়েছে। এখানেও আমাদের সুযোগ দিলে এই কাজ আমরা করে দেখাব।"

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: একদিকে শাহ, অন্যদিকে মমতা-অভিষেক! ত্রিপুরায় আজ মেগা প্রচার লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল