TRENDING:

পুজোকে কাজে লাগিয়ে ত্রিপুরায় জনসংযোগ সারতে চায় তৃণমূল কংগ্রেস 

Last Updated:

বিভিন্ন পুজোয় উপস্থিত থাকতে চান দলের নেতারা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: পুজোয় জনসংযোগকে হাতিয়ার করতে বলেছে তৃণমূল কংগ্রেস। পুজোর এই প্রেক্ষিতকে কাজে লাগিয়ে আগামী দিনে মানুষের পাশে আছি এই বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস।  তাই এই অবস্থায়, শারদীয়া উৎসব উপলক্ষ্যে ৫,০০০ জন মানুষকে বস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ৷
advertisement

ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইতিমধ্যেই প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শারদীয়া উপলক্ষ্যে বহু মানুষকে শাড়ি উপহার স্বরূপ তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

আরও পড়ুন- ‘আমার বিরুদ্ধে ১৬ মাসে ২১ টি মিথ্যে অভিযোগ দায়ের, মামলা লড়ার জন্য সরকারের খরচ ২০ কোটি টাকা’: শুভেন্দু

advertisement

এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘এই শারদীয়ার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এই আগরতলার বুকে কিছু মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। এই আয়োজন শুধু আগরতলার বুকে নয়, সমস্ত রাজ্য জুড়ে প্রায় ৫,০০০ জন পরিবারের কাছে এই বস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়ার অঙ্গীকার করেছি। ’’

advertisement

তিনি আরও বলেন, ‘‘আমরা আজকে আগরতলায় দিচ্ছি, সেরকম কালকে থেকে সারা ত্রিপুরায় বিভিন্ন যে সাংগঠনিক জেলা আছে সেই জেলাগুলিতে প্রায় ৫,০০০ জন পরিবারের হাতে আমরা এই বস্ত্র উপহার স্বরূপ তুলে দেব এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। আগরতলার বুকে ৫০০ জনকে দেওয়া হচ্ছে বাকি জেলায় জেলায় দেওয়া হবে।’’

আরও পড়ুন- মঙ্গলে ১৬টি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর, দিনভর তুমুল ব্যস্ত কর্মসূচি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইতিমধ্যেই তারা পরিকল্পনা করেছে পুজোর সময় রাজ্যের বিভিন্ন জায়গায় তারা যাবেন৷ ত্রিপুরায় একাধিক বড় দুর্গা পুজো হয়। এই অবস্থায় প্রায় প্রতিটি পুজোয় গিয়ে মানুষের পাশে আছি এই বার্তা দিতে তৎপর তৃণমূল কংগ্রেস ৷ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ফলে সব রাজনৈতিক দলই ঝাঁপিয়ে পড়ছে পুজোকে ঘিরে জনসংযোগ কর্মসূচিতে। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস ৷ ধীরে ধীরে সেই কাজ তারাও শুরু করে দিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পুজোকে কাজে লাগিয়ে ত্রিপুরায় জনসংযোগ সারতে চায় তৃণমূল কংগ্রেস 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল