TRENDING:

আজ দেশ জুড়ে পরিবহন ধর্মঘট, প্রভাব পড়েছে জেলায়

Last Updated:

নতুন মোটর ভেহিকল আইনের সংশোধনের প্রতিবাদ জানিয়ে পরিবহন কর্মীদের ধর্মঘট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার দেশ জুড়ে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পরিবহণ সংগঠনগুলি ৷ নতুন মোটর ভেহিকল আইনের সংশোধনের প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মঘটে সামিল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু ৷ এছাড়া আইএনটিইউসি ও এআইটিইউসিও সামিল ধর্মঘটে ৷ তবে বিজেপি বা তৃণমূলের কোনও শ্রমিক সংগঠন এই বনধে যোগ দেয়নি ৷
advertisement

ধর্মঘটে সাড়া দিয়ে প্রভাব পড়েছে বাস, অটো পরিষেবায় ৷ বন্ধ বেসরকারি বাস পরিষেবা ৷ এদিন সকাল থেকে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে নিত্যযাত্রীরা ৷ পরিবহণ কর্মীদের এই ধর্মঘটে শহরে তেমন প্রভাব না পড়লেও জেলায় ব্যাপক প্রভাব পড়েছে ৷ দুর্গাপুর, হাওড়া ও সাঁতরাগাছিতে স্তব্ধ বেসরকারি বাস পরিষেবা ৷ সমস্যায় স্কুলপড়ুয়া থেকে নিত্যযাত্রীরা ৷ রাস্তায় গুটিখানেক বাসে বাদুরঝোলা ভিড় ৷

advertisement

আরও পড়ুন 

WhatsApp: এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য গ্রাহকদের দিতে হতে পারে টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাস চালালে মাধ্যমিক পাস করতে হবে ৷ কোনও দুর্ঘটনা ঘটলেও দায় চালকেরই ৷ পুরনো আইন সংশোধন করে মোটর ভেহিকল অ্যামেন্ডমেন্ট বিল এনেছে কেন্দ্র ৷ এই সিদ্ধান্তের প্রতিবাদেই গাড়ি চালানো বন্ধ রেখেছেন বাস চালক থেকে বেসরকারি গাড়ি ড্রাইভাররা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আজ দেশ জুড়ে পরিবহন ধর্মঘট, প্রভাব পড়েছে জেলায়