TRENDING:

Indian Railways: শতাব্দী থেকে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত, দু'মাসের জন্য বাতিলের তালিকায় অনেক

Last Updated:

Train Cancelled- এই সিদ্ধান্তের কারণে দিল্লি থেকে পূর্বদিকগামী অধিকাংশ মেল বা এক্সপ্রেস ট্রেন অর্থাৎ বিহার-বাংলার অধিকাংশ ট্রেনে (Train) প্রভাব পড়বে৷ ফলে যাত্রীরা কনফার্ম টিকিট পাচ্ছেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  দেশ জুড়ে হাওয়া বদল৷ ওয়েদার আপডেট  (Weather) অনুযায়ি কুয়াশার প্রকোপ বাড়ছে৷ ট্রেনেও (Train) এর প্রভাব পড়া শুরু হয়েছে৷ বিভিন্ন রাজ্যে শীতের কারণে কুয়াশায় ট্রেন চালাতে অসুবিধার সম্মুখীন হচ্ছে ভারতীয় রেলওয়ে (India Railways)৷ দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে অ্যাক্সিডেন্টও বাড়তে পারে৷ ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রচুর ট্রেন  ক্যানসেল (Train Cancelled) করে দেওয়া হচ্ছে৷ কিছু ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে৷
advertisement

উত্তর ভারতে কুয়াশার দাপটের জেরে নর্দান রেলওয়ে একেবারে ৩১ জোড়া ট্রেন অর্থাৎ ৬২ টি মেল ট্রেন বাতিল (Train Cancelled) করল৷ ভারতীয় রেলওয়ের (India Railways) পক্ষ থেকে এই ট্রেন বাতিলের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে৷ এই ট্রেনগুলি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি বন্ধ করে রাখা হবে৷ এছাড়াও একাধিক ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে৷  কানপুর শতাব্দী, গোরক্ষপুর হমসফর, ভাগলপুর শতাব্দী সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের সংখ্যা হ্রাস করা হচ্ছে৷ এই সিদ্ধান্তের কারণে  দিল্লি থেকে পূর্বদিকগামী অধিকাংশ মেল বা এক্সপ্রেস ট্রেন অর্থাৎ বিহার-বাংলার অধিকাংশ ট্রেনে (Train) প্রভাব পড়বে৷ ফলে যাত্রীরা কনফার্ম টিকিট পাচ্ছেন না৷

advertisement

আরও পড়ুন - Covishield অক্ষম, Coronavirus new variant Omicron-এ কাজ দেয় শুধু ‘এই’ দুই ভ্যাকসিন- রিসার্চে দাবি

ভারতীয় রেলের (India Railways) পক্ষ থেকে জানানো হয়েছে তারা আগে থেকে যাত্রীদের এই সূচনা জানিয়ে দিলেন কারণ এর ফলে যাত্রীরা অন্য কোনও ভাবে নিজেদের প্রয়োজনীয় গন্তব্যে যেতে পারবেন৷ ওয়েদার  (Weather) আবার আগের মতো হয়ে গেলে আবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ি চালু করা হবে ট্রেন পরিষেবা৷ ভারতীয় রেলওয়ে পরিস্থিতির ওপর নজর রেখেছে৷ যদি কখনও কোনও রুটে হঠাৎ যাত্রী সংখ্যা বেড়ে যায় তাহলে স্পেশাল ট্রেনও (Train) চালানো হতে পারে৷

advertisement

ফেব্রুয়ারি অবধি বাতিল হওয়া ট্রেনগুলি হল লিচ্ছবি এক্সপ্রেস, হটিয়া সুপারফাস্ট, নয়া দিল্লি -রোহতক ইন্টারসিটি, নয়াদিল্লি মালদহ টাউন এক্সপ্রেস, আনন্দবিহার টার্মিনাল, সীতামাড়ি লিচ্ছবি এক্সপ্রেস, আনন্দবিহার মালদহ টাউন এক্সপ্রেস, আনন্দবিহার -গোরখপুর এক্সপ্রেস, পুরানি দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস, আনন্দবিহার -হাতিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, আনন্দবিহার টার্মিনাল- সাঁতরাগাছি এক্সপ্রেস৷

আরও পড়ুন - Viral Video: হাতে শাঁখা-পলা, পরণে নাইটি, শিশুর পায়ে হাত দিয়ে প্রণাম করে শেখাচ্ছেন খোদ মা

advertisement

এই ট্রেনগুলির সংখ্যা কমবে

কৈফিয়ত এক্সপ্রেস

ভাগলপুর গরীবরথ এক্সপ্রেস

শ্রমজীবী এক্সপ্রেস

সম্পূর্ণক্রান্তি এক্সপ্রেস

মহাবোধি এক্সপ্রেস

বৈশালী এক্সপ্রেস

সপ্তক্রান্তি এক্সপ্রেস

স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস

দানাপুর জনসাধারণ এক্সপ্রেস

বিক্রমশীলা এক্সপ্রেস

সত্যাগ্রহ এক্সপ্রেস

আনন্দবিহার টার্মিনাল -মউ এক্সপ্রেস

কাশী বিশ্বনাথ

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আনন্দবিহার টার্মিনাল -কামাখ্যা এক্সপ্রেস

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: শতাব্দী থেকে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত, দু'মাসের জন্য বাতিলের তালিকায় অনেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল