Viral Video: হাতে শাঁখা-পলা, পরণে নাইটি, শিশুর পায়ে হাত দিয়ে প্রণাম করে শেখাচ্ছেন খোদ মা

Last Updated:

পৃথিবীতে মা (Mother) ও সন্তানের বন্ধন অনন্য এবং চিরকালীন৷ দেশ-কাল -সময় ভেদেও এই বন্ধনের মাধুর্য্যে কোনও পরিবর্তন হয় না৷ ভাইরাল ভিডিওতে (Viral Video) বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস দেখা যায় তেমনি মা (Mother) ও সন্তানকে নিয়ে তৈরি ভিডিওগুলিও মায়ের মন ছুঁয়ে যায়৷

Watch viral video of how a mother teaching her child to  show respect elder in bengali manner-Photo Courtesy- Facebook/Video Grab
Watch viral video of how a mother teaching her child to show respect elder in bengali manner-Photo Courtesy- Facebook/Video Grab
#কলকাতা:  সোশ্যালমিডিয়া একটি দারুণ প্ল্যাটফর্ম৷ এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এমন অনেক কিছু দেখা যায় যার থেকে নানা কিছু শেখা যায়৷ আবার কিছু ভিডিও এমন হয় যেগুলো আনন্দ বা দুঃখে মন ভরিয়ে দেয়৷ পৃথিবীতে মা (Mother) ও সন্তানের বন্ধন অনন্য এবং চিরকালীন৷ দেশ-কাল -সময় ভেদেও এই বন্ধনের মাধুর্য্যে কোনও পরিবর্তন হয় না৷ ভাইরাল ভিডিওতে (Viral Video) বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস দেখা যায় তেমনি মা (Mother) ও সন্তানকে নিয়ে তৈরি ভিডিওগুলিও মায়ের মন ছুঁয়ে যায়৷ সেই ভাইরাল ভিডিওগুলিকে (Viral Video) মানুষ মনের আনন্দে দেখেন৷ দিন কয়েক আগে থেকে একটি তরুণী বাঙালি মা  ও তাঁর সন্তানের ভিডিও ভাইরাল হয়ে গেছে৷
বাঙালি ওই মা  (Mother) একেবারে ঘরে রয়েছেন৷ ঘরের মধ্যে রয়েছেন তিনি পরণে একেবারে ঘরোয়া নাইটি৷ হাতে বাঙালি বউদের মতো শাঁখা-পলা৷ সেখানে তিনি একটি শিশুকে প্রণাম কী করে করতে হয় শেখাচ্ছেন৷ মা-রাই (Mother) সন্তানের প্রথম শিক্ষক৷ তিনি তাঁর শিশুকে এই ভিডিওতে প্রণাম করতে শেখাচ্ছেন৷ তাঁর শেখানোর পদ্ধতিটাও ভারী অদ্ভুত৷ মা তাঁর খুদেকে দাঁড় করিয়ে তাঁর পায়ে হাত দিয়ে নিজের মাথা নত করে প্রণাম করছেন৷ এরপর তাঁর সন্তানকে তাঁকে প্রণাম করেছেন৷ এই মিষ্টি ও স্নেহপূর্ণ ভিডিও এখন ভাইরাল৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)...
advertisement
এই ভিডিওটি  (Viral Video) ফেসবুকের রাই সেন নামের একটি প্রোফাইল থেকে আপলোড হয়েছে৷ সেখানে ভিডিওটির ভিউ ১০ লক্ষের বেশি হয়েছে৷ এরপর এতে রিঅ্যাকশন অর্থাৎ নিজেদের ভালোবাসার প্রতিক্রিয়া দিয়েছেন লক্ষাধিক মানুষ৷ কমেন্ট করেছেন হাজার হাজার মানুষ৷ স্বাভাবিকভাবেই এত মিষ্টি একটি মা ও সন্তানের বন্ধনের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ারও হয়েছে দেদার৷
advertisement
মা ও সন্তানের প্রেম চিরকালীন ও চিরন্তন৷ এখানের এই বাঙালি মায়ের ঘরোয়া পরিবেশে থাকা ভিডিওতে সেই সম্পর্কই ফুটে উঠেছে৷ ভাইরাল এই ভিডিওতে একটি গানও রয়েছে৷ গানের লাইনটি হল, ‘‘পারব না কোনওদিন মেটাতে তোমার ঋণ, মা বলে ডেকেছি তোমাকে’’...
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: হাতে শাঁখা-পলা, পরণে নাইটি, শিশুর পায়ে হাত দিয়ে প্রণাম করে শেখাচ্ছেন খোদ মা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement