Viral Video: হাতে শাঁখা-পলা, পরণে নাইটি, শিশুর পায়ে হাত দিয়ে প্রণাম করে শেখাচ্ছেন খোদ মা

Last Updated:

পৃথিবীতে মা (Mother) ও সন্তানের বন্ধন অনন্য এবং চিরকালীন৷ দেশ-কাল -সময় ভেদেও এই বন্ধনের মাধুর্য্যে কোনও পরিবর্তন হয় না৷ ভাইরাল ভিডিওতে (Viral Video) বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস দেখা যায় তেমনি মা (Mother) ও সন্তানকে নিয়ে তৈরি ভিডিওগুলিও মায়ের মন ছুঁয়ে যায়৷

Watch viral video of how a mother teaching her child to  show respect elder in bengali manner-Photo Courtesy- Facebook/Video Grab
Watch viral video of how a mother teaching her child to show respect elder in bengali manner-Photo Courtesy- Facebook/Video Grab
#কলকাতা:  সোশ্যালমিডিয়া একটি দারুণ প্ল্যাটফর্ম৷ এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এমন অনেক কিছু দেখা যায় যার থেকে নানা কিছু শেখা যায়৷ আবার কিছু ভিডিও এমন হয় যেগুলো আনন্দ বা দুঃখে মন ভরিয়ে দেয়৷ পৃথিবীতে মা (Mother) ও সন্তানের বন্ধন অনন্য এবং চিরকালীন৷ দেশ-কাল -সময় ভেদেও এই বন্ধনের মাধুর্য্যে কোনও পরিবর্তন হয় না৷ ভাইরাল ভিডিওতে (Viral Video) বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস দেখা যায় তেমনি মা (Mother) ও সন্তানকে নিয়ে তৈরি ভিডিওগুলিও মায়ের মন ছুঁয়ে যায়৷ সেই ভাইরাল ভিডিওগুলিকে (Viral Video) মানুষ মনের আনন্দে দেখেন৷ দিন কয়েক আগে থেকে একটি তরুণী বাঙালি মা  ও তাঁর সন্তানের ভিডিও ভাইরাল হয়ে গেছে৷
বাঙালি ওই মা  (Mother) একেবারে ঘরে রয়েছেন৷ ঘরের মধ্যে রয়েছেন তিনি পরণে একেবারে ঘরোয়া নাইটি৷ হাতে বাঙালি বউদের মতো শাঁখা-পলা৷ সেখানে তিনি একটি শিশুকে প্রণাম কী করে করতে হয় শেখাচ্ছেন৷ মা-রাই (Mother) সন্তানের প্রথম শিক্ষক৷ তিনি তাঁর শিশুকে এই ভিডিওতে প্রণাম করতে শেখাচ্ছেন৷ তাঁর শেখানোর পদ্ধতিটাও ভারী অদ্ভুত৷ মা তাঁর খুদেকে দাঁড় করিয়ে তাঁর পায়ে হাত দিয়ে নিজের মাথা নত করে প্রণাম করছেন৷ এরপর তাঁর সন্তানকে তাঁকে প্রণাম করেছেন৷ এই মিষ্টি ও স্নেহপূর্ণ ভিডিও এখন ভাইরাল৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)...
advertisement
এই ভিডিওটি  (Viral Video) ফেসবুকের রাই সেন নামের একটি প্রোফাইল থেকে আপলোড হয়েছে৷ সেখানে ভিডিওটির ভিউ ১০ লক্ষের বেশি হয়েছে৷ এরপর এতে রিঅ্যাকশন অর্থাৎ নিজেদের ভালোবাসার প্রতিক্রিয়া দিয়েছেন লক্ষাধিক মানুষ৷ কমেন্ট করেছেন হাজার হাজার মানুষ৷ স্বাভাবিকভাবেই এত মিষ্টি একটি মা ও সন্তানের বন্ধনের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ারও হয়েছে দেদার৷
advertisement
মা ও সন্তানের প্রেম চিরকালীন ও চিরন্তন৷ এখানের এই বাঙালি মায়ের ঘরোয়া পরিবেশে থাকা ভিডিওতে সেই সম্পর্কই ফুটে উঠেছে৷ ভাইরাল এই ভিডিওতে একটি গানও রয়েছে৷ গানের লাইনটি হল, ‘‘পারব না কোনওদিন মেটাতে তোমার ঋণ, মা বলে ডেকেছি তোমাকে’’...
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: হাতে শাঁখা-পলা, পরণে নাইটি, শিশুর পায়ে হাত দিয়ে প্রণাম করে শেখাচ্ছেন খোদ মা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement