ইতিমধ্যেই বিপদজনক রেল সেতু ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। ব্রিজের দু'পাশ ভেঙে ফেলা হয়েছে। এবার রেল লাইনের উপরের অংশ ভাঙা হবে। পুরনো রেল সেতুটিকে তিনটি ধাপে ভাঙা হচ্ছে। প্রথমে ৭-৮ নম্বর প্ল্যাটফর্মের উপরের অংশ, তার পরে ৪, ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের উপরের অংশ ভাঙার কাজ হয়েছে। শেষে বাকি অংশটা ভেঙে ফেলা হচ্ছে।
advertisement
সেতু ভাঙার জন্য বেশ কয়েকটি লোকাল ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। তবে ৫ ফেব্রুয়ারি সব ট্রেন বাতিল। পূর্ব রেলের এক আধিকারিক বলেন, পুরনো রেল ওভারব্রিজ ভাঙার জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য শক্তিগড় ও মশাগ্রাম থেকে বেশকিছু ট্রেন ছাড়া হবে। ৫ ফেব্রুয়ারি রেল লাইনের উপরের অংশ ভাঙা হবে। সেই কারণেই ওইদিন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন- 'মুখ্যমন্ত্রীর দেওয়া নথি ভুল!' অমর্ত্য সেনের জমি নিয়ে বিস্ফোরক দাবি উপাচার্যের
ওইদিন ট্রেন চলাচল বন্ধ না থাকলে বড়সড় বিপদ হতে পারে। কোনও কারণে চাঁই ভেঙে পড়লে বা বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে জীবনহানি পর্যন্ত হতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ওভারব্রিজ ভাঙা হলেও প্ল্যাটফর্ম বা রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। জানা গিয়েছে কয়েক ঘণ্টার মধ্যেই আস্ত ব্রিজটি ভেঙে ফেলা হবে। ব্রিজের চারদিক ঘিরে ভাঙা হচ্ছে। ওই এলাকায় যাত্রী বা বাসিন্দাদের প্রবেশ নিষেধ করা হয়েছে।পুরনো রেল ওভারব্রিজের পাশে থাকা জবরদখলকারীদের আগেই সরানো হয়েছিল। তারপরই ভাঙার কাজ শুরু হয়।