বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, 68051/52 বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর আপ এবং ডাউন ট্রেন ১০ জুলাই থেকে ২২ জুলাই টানা ১৩ দিন বাতিল করা হচ্ছে। 02837 সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন ১১ জুলাই এবং ১৮ জুলাই বাতিল করা হচ্ছে। 02838 পুরী-সাঁতরাগাছি স্পেশাল ১২ এবং ১৯ জুলাই বাতিল করা হবে। 02839 আপ শালিমার-পুরী স্পেশাল ১৩ জুলাই এবং ২০ জুলাই, 02840 ডাউন পুরী-শালিমার স্পেশাল ১৪ জুলাই এবং ২১ জুলাই বাতিল করা হচ্ছে।
advertisement
শুধু তাই নয়, 18037 আপ খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস ১৯ জুলাই এবং ২০ জুলাই বাতিল করা হচ্ছে। একইভাবে 18038 ডাউন জাজপুর কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস ২০ এবং ২১ জুলাই বাতিল করা হয়েছে। 68049/50 খড়গপুর-ভদ্রক-খড়গপুর ১০ জুলাই থেকে ২২ জুলাই ভদ্রক এর পরিবর্তে বালেশ্বর থেকে যাওয়া আসা করবে।
স্বাভাবিকভাবে খড়গপুর থেকে ওড়িশায় যাতায়াতের জন্য অবশ্যই ট্রেনের এই লিস্ট দেখে বেরোবেন। যদিও বেশ কয়েকদিন আগে থেকেই এই সমস্যার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের শাখার খড়গপুর ডিভিশন।
রঞ্জন চন্দ