TRENDING:

Train Accident: আচমকা ব্রেক কষল চালক! ট্রেনের ভিতর ঝাঁকুনিতে ২ যাত্রীর মৃত্যু, ধানবাদে ভয়াবহ দুর্ঘটনা

Last Updated:

সঠিক সময় ব্রেক কষায় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। দুপুর ১২.০৫ ​​মিনিটে গোমোহ ও কোডারমা রেলওয়ে স্টেশনের মধ্যে পারসাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধানবাদ: অল্পের জন‍্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। সঠিক সময় ব্রেক কষায় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। দুপুর ১২.০৫ ​​মিনিটে গোমোহ ও কোডারমা রেলওয়ে স্টেশনের মধ্যে পারসাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে।
ধানবাদে ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচল দিল্লীগামী ট্রেন!
ধানবাদে ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচল দিল্লীগামী ট্রেন!
advertisement

আরও পড়ুনঃ দীপাবলিতে সেজে উঠেছে ত্রিপুরেশ্বরী মন্দির, সকাল থেকেই ঢল নেমেছে ভক্তদের

রেলের এক অফিসিয়াল জানান, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলছিল। তখনই আচমকা ওভারহেড বৈদ্যুতিক তার ছিড়েঁ যাওয়ার কারণে চালক ট্রেনটিকে থামানোর জন্য জরুরি ব্রেক প্রয়োগ করেন। বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই চালক জরুরি ব্রেক কষেন। তবে, হঠাৎ ব্রেক কষায় প্রবল ঝাঁকুনিতে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

advertisement

ধানবাদ রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্স ম্যানেজার অমেরেশ কুমার বলেন, “আচমকা বৈদ্যুতিক সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায়, ট্রেন থামাতে জরুরি ব্রেক প্রয়োগ করা হয়েছিল, এবং ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে।”

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পরে, দুর্ঘটনাস্থল থেকে একটি ডিজেল ইঞ্জিনে ট্রেনটিকে গোমোহতে আনা হয় এবং বৈদ্যুতিক ইঞ্জিনে দিল্লিতে পাঠানো হয়। দুর্ঘটনার পর চার ঘণ্টারও বেশি বন্ধ থাকে ইসিআর-এর ধানবাদ রেলওয়ে বিভাগের অধীনে গ্র্যান্ড কর্ড লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। ধানবাদ রেলওয়ে ডিভিশন ম্যানেজার কে কে সিনহা সহ সিনিয়র আধিকারিকরাও পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Train Accident: আচমকা ব্রেক কষল চালক! ট্রেনের ভিতর ঝাঁকুনিতে ২ যাত্রীর মৃত্যু, ধানবাদে ভয়াবহ দুর্ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল