পুলিশ এই খবর নিশ্চিত করে জানিয়েছে, অভিযুক্ত মহম্মদ আরিফ, জল্লু শিবা, মৃত জল্লু নবীন কুমার আর চিন্তাকুন্তা চেনেকেশ্বাভুলুর এনকাউন্টারে মৃত্যু হয়েছে। দেশের প্রতিটি কোণ থেকে এই অভিযুক্তদের অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি করা হচ্ছিল।
ঘটনার পুনর্নির্মাণের জন্য চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় ওই জায়গায়তেই ধর্ষিতা চিকিত্সকের দগ্ধ দেহ পাওয়া গিয়েছিল। পুলিশ পুরো ঘটনাটি অভিযুক্তের চোখ থেকে বুঝতে চেয়েছিল। জানাগিয়েছে যে সেই সময় সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে ওই চার জন। ভোর ৩.৩০ নাগাদ ৪৪নং জাতীয় সড়কের কাছে পালানোর চেষ্টা করে। এমন পরিস্থিতিতে পুলিশের কাছে গুলি চালানো ছাড়া কোনও উপায় ছিল না। তাতেই মৃত্যু হয় ওই চার অভিযুক্তের। ৪টি মৃতদেহকে সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
এই এনকাউন্টারে অনেক পুলিশ সদস্য আহতও হয়েছেন। সাইবারাবাদ পুলিশ কমিশনার জানিয়েছেন, যে এই ঘটনার সম্পর্কে তিনি জানতেন না। খবর পেয়েই তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে পৌঁছায়।
