TRENDING:

TMC on Rahul Gandhi: এতদিন কংগ্রেস ডাকলেও সাড়া মেলেনি! রাহুল কাণ্ডের পরই তৃণমূলের অবস্থানে বিরাট বদল

Last Updated:

মোদি পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য গত বৃহস্পতিবার রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ডের সাজা দেয় গুজরাতের সুরাতের একটি আদালত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ট্যুইটে ইঙ্গিত মিলেছিল৷ এবার রাহুল ইস্যুতে দিল্লিতে কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল৷ চলতি অধিবেশনে কংগ্রেসের ডাকা বিরোধীদের একটিও বৈঠকে না গেলেও রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের প্রতিবাদে আজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে যোগ দিচ্ছে তৃণমূল৷
রাহুলের পাশে দাঁড়ান মমতা।
রাহুলের পাশে দাঁড়ান মমতা।
advertisement

সূত্রের খবর, দলের রাজ্যসভা এবং লোকসভার দুই সাংসদ আজ এই বৈঠকে যাবেন৷ মল্লিকার্জুন খাড়গের দফতরেই আজ বিরোধীদের নিয়ে এই বৈঠক হওয়ার কথা৷ সকাল সাড়ে দশটায় সংসদ ভবন চত্বরে ধরনাও দিতে পারে বিরোধীরা৷ রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে আজ কালো পোশাক পরে সংসদে যাওয়ার জন্য সব বিরোধী দলের সাংসদদের অনুরোধও করেছে কংগ্রেস৷

advertisement

আরও পড়ুন:'শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে মীরজাফর বলা হচ্ছে, তখন কেন মামলা হচ্ছে না', রাহুল-কাণ্ডে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

মোদি পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য গত বৃহস্পতিবার রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ডের সাজা দেয় গুজরাতের সুরাতের একটি আদালত৷ তার পরই রাহুলের সাংসদ পদ খারিজ করে লোকসভার সচিবালয়৷ এ নিয়েই সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি৷

advertisement

আরও পড়ুন: 'মারধর করে জেলে ঢুকিয়ে দাও, কিন্তু প্রশ্ন তোলা আমি বন্ধ করব না,' তোপ রাহুলের

রাহুল গান্ধিকে নিয়ে বরাবরই আপত্তি ছিল তৃণমূল কংগ্রেসের৷ কংগ্রেসের সঙ্গে তাদের মতবিরোধও প্রকাশ্যে এসেছে বার বার৷ যা বিরোধী জোট গঠনের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল৷ কিন্তু সেই রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হতেই ট্যুইট করে তাঁর পাশে থাকার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই পথে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ রাহুলের পাশে দাঁড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও৷ আম আদমি পার্টির সঙ্গেও কংগ্রেসের সম্পর্ক যথেষ্ট তিক্ত ছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই পরিস্থিতিতে রাহুলের সাংসদ পদ খারিজের নির্দেশই যেন বিরোধীদের মধ্যে যাবতীয় বিভেদ দূর করে দিয়েছে৷ তবে বিরোধীদের এই একজোট মনোভাব রাহুল ইস্যুতে ক্ষণস্থায়ী হয়, নাকি ২০২৪-এর আগে অধরা ঐক্য গড়ে তুলতে পারে বিরোধীরা, সেদিকেই এখন অধীর আগ্রহে তাকিয়ে রাজনৈতিক মহল৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
TMC on Rahul Gandhi: এতদিন কংগ্রেস ডাকলেও সাড়া মেলেনি! রাহুল কাণ্ডের পরই তৃণমূলের অবস্থানে বিরাট বদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল