আরও পড়ুন: অষ্টমীতে রাজ্যে এসে অঞ্জলি দেবেন অমিত শাহ? জল্পনা উস্কে দিলেন সুকান্ত
আরও পড়ুন: তৃণমূলের টিকিটে সাংসদ কেন হয়েছিলেন? মমতাকে দুঃখ দিতে চাননি, দাবি মিঠুনের
এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আজকে পশ্চিম জেলার কনভেনর পীযুষ দেব রায়ের উদ্যোগে সিটি সেন্টারের নিকট তৃণমূল কংগ্রেসের গণ অবস্থান কারণ মানুষকে জানাতে হবে যে আজকের এই সরকার কী ভাবে ত্রিপুরা জুড়ে অনুন্নয়ন করে রেখেছে। আজকে এমন অবস্থা আয় যে বাড়বে তার ব্যবস্থা রাজ্য সরকার করেনি, উল্টে জিনিস পত্রের দাম অগ্নিমূল্য। কোথায় ডবল ইঞ্জিন সরকার? আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে যেভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, এই রাজ্যের মানুষের অসহায় অবস্থা, জিনিস পত্রের দাম বেড়ে যাচ্ছে। তাছাড়া গণতন্ত্র নেই, বেকারত্ব, শিক্ষা - স্বাস্থ্য নৈরাজ্য। একাধিক দাবি নিয়ে আমরা আজকে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছি।"
advertisement
পাশাপাশি গণ অবস্থানের শেষে ২২ জন ছাত্র ছাত্রীরা এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেন।