TRENDING:

TMC Protest: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল রাজধানীতে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ল সংসদেও

Last Updated:

TMC Protest: তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যকে আর্থিক ভাবে বঞ্চনা করছে মোদি সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদীয় গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং দেশের গণতন্ত্র রক্ষার দাবিতে বুধবার সংসদ ভবন চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা দিল তৃণমূল কংগ্রেস। সকাল ১০ টায় সভা শুরুর আগে আম্বেদকর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে স্লোগান দেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। তাঁদের দাবি, "দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করতে হবে, বাংলার বঞ্চনা দূর করতে হবে।"
তৃণমূল সাংসদদের প্রতিবাদ
তৃণমূল সাংসদদের প্রতিবাদ
advertisement

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যকে আর্থিক ভাবে বঞ্চনা করছে মোদি সরকার। সেভ ডেমোক্র্যাসি পোস্টার হাতে স্লোগান দেন তৃণমূল সাংসদরা। উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন-সহ দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। ধরনার পর সংবাদমাধ্যমে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যকে সম্পূর্ণ ভাবে অর্থনৈতিক অবরুদ্ধ করে বাংলাকে পুরোপুরি বঞ্চনা করা হচ্ছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এখানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে যেভাবে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ।"

advertisement

আরও পড়ুন: সামনেই ছিলেন মীনাক্ষী, সেখানেই পুলিশকে ঠাসিয়ে চড়! নিন্দার ঝড় উঠল সর্বত্র

তাঁর কথায়, "সারা দেশে সংসদীয় গণতন্ত্র বিপন্ন। আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। তৃণমূল দেশের এই চরম সঙ্কট মূহুর্তে কখনও নীরব থাকবে না।" লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ করেন তৃণমূল সাংসদরা। এদিকে, একই দাবিতে কলকাতায় ধরনায় বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। ধরনা মঞ্চে আনা হয় ওয়াশিং মেশিন। যেখানে কালো কাপড় দিলে নাকি নিমেষে সেটা সাদা হয়ে যাচ্ছে। এমনকী নিজের হাতে কালো কাপড় সাদা করে দেখান মমতা।

advertisement

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা নিয়ে স্বাস্থ্য দফতরের চাকরি বিক্রি! এবার নজরে প্রকাশ সাহা

সেখানে নিজে হাতে প্রতীকী ওয়াশিং মেশিনে কালো কাপড় দেন তিনি। তারপর প্রতীকী ওয়াশিং মেশিনের ভিতর থেকে বার করে আনেন সাদা কাপড়। দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে কলঙ্কমুক্ত হয়ে যাচ্ছেন, এটা বোঝাতেই  ওই প্রতীকী ওয়াশিং মেশিন। তৃণমূলের অভিযোগ, নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আবার বিজেপিতে যোগ দিলেই তাঁদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি, সিপিআইএমকে তোপ দেগে তাঁর মন্তব্য, 'যত যা কাগজ বের হচ্ছে সব কো-অর্ডিনেশন কমিটির। গণশক্তিতে যাঁরা চাকরি করেন, তাঁদের স্ত্রীরা চাকরি পেয়েছেন শিক্ষকতায়। একবার খাতা খুলব? পেনশনটা নিয়ে নাড়াচাড়া করব?  চাকরি আমি খাব না, চাকরি আমি দেব।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজীব চক্রবর্তী

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
TMC Protest: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল রাজধানীতে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ল সংসদেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল