TRENDING:

TMC Parliament: কেন্দ্র-বিরোধী আন্দোলন চালিয়ে যাবে তৃণমূল! জ্বালানির দাম-মূল্যবৃদ্ধি নিয়ে সরব সাংসদরা, দিলেন কড়া বার্তা

Last Updated:

TMC Parliament: তৃণমূলের বক্তব্য, যেভাবে কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী নীতি নিচ্ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও জ্বালানির দাম বাড়াচ্ছে তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন প্রয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেলেও কেন্দ্র বিরোধী আন্দোলনে কোনও খামতি নেই তৃণমূলের। আজ সংসদ শুরুর আগে সকাল সাড়ে দশটায় সংসদ ভবন চত্বরে গান্ধি মূর্তির পাদদেশে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু করে তৃণমূল (TMC Parliament)। গলায় আলু পিঁয়াজের মালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। উপস্থিত ছিলেন  রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা।
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদে সোচ্চার তৃণমূল
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদে সোচ্চার তৃণমূল
advertisement

আরও পড়ুন : রাজভবনে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক, কী নিয়ে আলোচনা? ট্যুইটে যা জানালেন ধনখড়

তৃণমূলের (TMC Parliament) বক্তব্য, যেভাবে কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী নীতি নিচ্ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও জ্বালানির দাম বাড়াচ্ছে তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন প্রয়োজন। সংবাদমাধ্যমে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন," সারা দেশে যেভাবে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। আমাদের দুর্ভাগ্য, লোকসভা বা রাজ্যসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হল না। উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হল মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হবে, তারপরেও আলোচনা হল না। সেই জন্য আমরা প্রতিবাদে সামিল হয়ে বলতে চাই, সরকার এব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিক এবং উদ্যোগ নিক।"

advertisement

তৃণমূলের (TMC Parliament) রাজ্যসভার সংসদ শান্তনু সেন বলেন, " পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি স্থগিত ছিল। তারপর থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন থেকে শুরু করে রান্নার গ্যাসের  মূল্য বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। আমরা মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে বারবার আলোচনার দাবি জানিয়েছি। কেন্দ্রীয় সরকার তাতে কর্ণপাত না করে গায়ের জোরে জনবিরোধী বিল পাশ করিয়েছে,।"

advertisement

আরও পড়ুন : এও সম্ভব? ইনফোসিস-কর্তার কন্যা অক্ষতা মূর্তির ডোমেস্টিক ট্যাক্স মকুব করল ব্রিটেন সরকার!

একই সুর শোনা গিয়েছে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর গলাতেও। তিনি বলেন, "জনস্বার্থ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, যদিও তাতে কর্ণপাত করা হয়নি। যেহেতু মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের কাছে কোনও জবাব নেই, তারা সভা মুলতুবি করে দিল। সরকার জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাত দিচ্ছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আজই শেষ হল সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সাংবাদিক বৈঠকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, সবার সহযোগিতা এবং সমর্থনে সংসদে ভালো কাজ হয়েছে। এবারের অধিবেশনে ১২৯ শতাংশ কাজ হয়েছে বলে জানান ওম বিড়লা।

বাংলা খবর/ খবর/দেশ/
TMC Parliament: কেন্দ্র-বিরোধী আন্দোলন চালিয়ে যাবে তৃণমূল! জ্বালানির দাম-মূল্যবৃদ্ধি নিয়ে সরব সাংসদরা, দিলেন কড়া বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল